Monday, 16 December 2013

আটকের পর ছাড়া পেলেন ববি হাজ্জাজ



এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে আটকের পর র্যাব ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে তার পরিবারর্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গতকাল সকালে গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে ছেড়ে দেয়া হয়েছেজানা গেছে, শনিবার বিকাল চারটায় র্যাব-১-এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়এরপর তিনি বিকাল ৫টায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন পরে আবারও তাকে র্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। 
 http://adf.ly/?id=353839

AD BANNAR