র্যাব জানায়, এসময় ১১২ রাউন্ড গুলিভর্তি ৬টি ম্যাগজিনও উদ্ধার করা হয়।
নাটোরের
একডালা মেহেদিতলা এলাকায় একটি যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে তিনটি
বিদেশি পিস্তলসহ লাকি খাতুন নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য ও
র্যাবের যৌথ বাহিনী।
এসময় ১১২ রাউন্ড গুলিভর্তি ৬টি ম্যাগজিনও উদ্ধার করা হয়।
র্যাব
জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তর ও
র্যাবের যৌথ বাহিনী নাটোর-রাজশাহী মহাসড়কে একডালা মেহেদিতলা এলাকায়
যাত্রীবাহী বাসে তল্লাশি করে। তল্লাশিকালে রাজশাহী থেকে পাবনাগামী বাস
এ্যানি পরিবহন থেকে ওই পিস্তল এবং গুলি উদ্ধার করা হয়।
এসময় বাসযাত্রী পাবনার মুলাডুলি স্টেশন বাজার এলাকার হুরমুজ আলীর মেয়ে লাকি খাতুনকে আটক করা হয় বলে র্যাব আরো জানায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন অস্ত্র-গুলিসহ মহিলা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
@ samakal