Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday, 16 November 2013

আদালতে 'রাম-লীলা'র জয়

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ূকোন।
আনন্দ প্রতিদিন ডেস্ক
আদালতে 'রাম-লীলা'র জয়অনেক আশঙ্কা ও নাটকীয়তার পর অবশেষে আজ পূর্ব নির্ধারিত তারিখেই মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত 'রাম-লীলা'।
দিল্লির একটি আদালত বুধবার ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন। তবে পরিবেশনা সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেডকে ছবির নাম পাল্টে রাখতে হয়েছে 'রাম-লীলা : গোলিও কা রাসলীলা'।
এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ূকোন। আদালতটির অতিরিক্ত জেলা জজ এ.এস, জয়াচন্দ্র মঙ্গলবার তার দেওয়া আদেশ প্রত্যাহার করে জানান, দিল্লি উচ্চ আদালত যে ছবিটিকে নিষিদ্ধ না করার পক্ষে রায় দিয়েছে তা তাকে জানায়নি ছয় বাদীর কৌঁসুলীরা।