এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে যুক্তরাজ্যের ‘ডেইলি মেইল’ জানিয়েছে, বাগদানের পর যত দ্রুত সম্ভব বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা ছিল অ্যানিস্টন ও থেরক্সের। কিন্তু এখন ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাগত কাজেই বেশি মনোযোগী থাকতে চান অ্যানিস্টন। মূলত এ কারণেই আরেক দফা বিয়ের সময় পিছিয়েছেন তাঁরা।
২০১০ সালে ‘ওয়ান্ডারলাস্ট’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রণয়ের সম্পর্কে জড়ান থেরক্স ও অ্যানিস্টন। গত বছরই তাঁরা বিয়ের কাজ সারতে চেয়েছিলেন। কিন্তু নতুন বাড়ির সংস্কারকাজের জন্য বিয়ে পিছিয়ে দেন তাঁরা। চলতি বছরের শুরুর দিকেও বিয়ের পরিকল্পনা করেছিলেন তাঁরা।
@Prothomalo