![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tez8gdmKFnknLbh_2seQqRQKNj6ZxV5Ai85wA9DSU_Bc-RmWyG9sczygZo6SNBcEk0GMh2m_Tk_jNGr5ZUddJPNkjyWOR_wRAmxR-r=s0-d)
বিনোদন ডেস্ক: গত দুই বছর ধরে বলিউডে আবারও নিয়মিত হওয়ার জন্য প্রাণপণ
চেষ্টা করে যাচ্ছেন আমিশা পাটেল। এর মধ্যে বেশ কিছু ছবিতেও কাজ করেছেন
তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রেস-২’ এবং ‘শর্টকার্ট রোমিও’। তবে এসব
ছবির মাধ্যমে খুব একটা প্রভাব বলিউডে রাখতে পারেননি তিনি। কারণ, আগের মতো
করে একদমই পাওয়া যাচ্ছে না আমিশাকে। বিষয়টি তিনি নিজেও উপলব্ধি করেন। তাই
তো রাখি সাওয়ান্তের মতো বিভিন্ন কাণ্ড ঘটিয়ে কিংবা বক্তব্য দিয়ে এখন
আলোচনায় থাকার চেষ্টা করেন তিনি। ক’দিন আগেই নিজের একটি খোলামেলা পোশাকের
ফিটনেস ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এদিকে সমপ্রতি আবারও একটি কাণ্ড
ঘটিয়েছেন। নতুন একটি ফটোসেশন করেছেন তিনি। আর এটি করেছেন একদমই নিজের
উদ্যোগে। তবে কোন স্টুডিওতে নয়, নিজের ক্যামেরার মাধ্যমেই ছবিগুলো তুলেছেন
তিনি। অবাক করার বিষয় হলো, এই ছবিগুলোতে একটি ছোট কাপড় জড়িয়ে বিভিন্নভাবে
পোজ দিয়েছেন তিনি। এসব অর্ধনগ্ন ছবি প্রকাশ পায় তার টুইটার একাউন্টে।
কয়েকটি ঢং ও রঙের এক টুকরো কাপড়েই নিজের পুরো শরীর ঢাকার চেষ্টা করেছেন
তিনি। ছবিগুলো টুইটারে প্রকাশের পর আমিশাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
এদিক থেকে এবার সফল তিনি। চলচ্চিত্রের মাধ্যমে না হলেও নিজের নগ্ন ছবি
প্রকাশ করে ঠিকই এখন মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিষয়টি
নিয়ে মোটেও বিব্রত নন আমিশা। বরং এই ছবিগুলো নিয়ে বেশ উত্তেজিত ও আনন্দিত
তিনি। এ বিষয়ে আমিশার ভাষ্য হচ্ছে, জীবনে অনেক ফটোশুট করেছি। তবে এবারের
ফটোশুটটি একেবারে মনের মতো করেছি। ছবিগুলো আমার নিজের ক্যামেরায় তুলেছি।
ক্যামেরা চালিয়েছেন আমার একজন ঘনিষ্ঠ বন্ধু। এখানে নিজের জিজাইন করা এক
টুকরো কাপড় পরে আমি পোজ দিয়েছি। এ ধরনের পোশাকও মনে হয় এর আগে কেউ ডিজাইন
করেনি। ছবিগুলো পোস্ট করার পর থেকে অনেক প্রশংসা পাচ্ছি। সমালোচনাও হচ্ছে।
তবে তাতে পাত্তা দিতে একদমই আমি নারাজ।