Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Tuesday 5 November 2013

মন্ত্রীদের পদত্যাগ ৭ দিনের মধ্যে: কাদের

আগামী সাত দিনের মধ্যেই মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ জ্ঞান ও প্রকাশক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, "চলতি মাসের তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে একটি সর্বদলীয় সরকার গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী সবদলের প্রতিনিধিদের নিয়েই এ সরকার করা হবে।"
বিরোধীদলের সদস্যরাও এই সরকারে প্রতিনিধি দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আমরা পদত্যাগের জন্য প্রস্তুত-উল্লেখ করে তিনি বলেন, "আমি আমার পদত্যাগপত্র লিখেও রেখেছি। এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দেওয়া হবে। এই পদত্যাগপত্র গ্রহণ বা প্রত্যাখ্যান করা হবে না। যারা সর্বদলীয় সরকারে থাকবেন না, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে। যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের নতুন করে শপথ নিতে হবে না।" তিনি বলেন, "যারা নতুন করে মন্ত্রী হবেন, তাদের শপথ নিতে হবে।"বিএনপিকে সর্বদলীয় সরকারে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি আরো জানান।
 
-সমকাল প্রতিবেদক