বয়স হয়ে গেছে ৪৪ বছর। এই বয়সেও জেনিফার লোপেজের চেহারায় তেমন একটা ভাঁজ পড়েনি।
আনন্দ প্রতিদিন ডেস্ক
এটা কীভাবে সম্ভব? এই সন্দেহ থেকেই ব্রিটিশ প্লাস্টিক সার্জন ড. আইহাম আল-আইয়ুবি মনে করছেন, লোপেজের মুখে বলিরেখা নির্মূলের একাধিক চিহ্ন রয়েছে।
টুইটারে তিনি লিখেছেন, "পুরনো ও এখনকার ছবি দেখলে সহজেই বোঝা যায় তিনি অস্ত্রোপচার করিয়ে বলিরেখা মুছেছেন। এমনিতেই তার চেহারা সুন্দর, তবে এখনকার লাবণ্য অবাক-করা।"
চিকিৎসকের কথার উপযুক্ত জবাব দিতেই মুখ খুলেছেন এই গায়িকা-অভিনেত্রী। তার ভাষ্য, "ড. আইয়ুবি, দুঃখিত জনাব; বলিরেখা মুছতে কখনও অস্ত্রোপচার [প্লাস্টিক সার্জারি] করাইনি।"
তবে লোপেজ ও তার ভক্তদের প্রতিক্রিয়া দেখে ওই চিকিৎসক দাবি করেন, এই মন্তব্যের জন্য তার সহকারী দায়ী। তিনি বলেন, "প্রিয় জেলো [ডাকনাম], টুইটারে ভুল বার্তার কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না জানিয়ে আমার সহকারী হয়তো এমন করেছে।"