Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 9 November 2013

বলিরেখার সমস্যা নেই লোপেজের

বয়স হয়ে গেছে ৪৪ বছর। এই বয়সেও জেনিফার লোপেজের চেহারায় তেমন একটা ভাঁজ পড়েনি।
আনন্দ প্রতিদিন ডেস্ক
বলিরেখার সমস্যা নেই লোপেজেরবয়স হয়ে গেছে ৪৪ বছর। এখনও মাথা ঘুরিয়ে দেয় জেনিফার লোপেজের সৌন্দর্য। এই বয়সেও চেহারায় তেমন একটা ভাঁজ পড়েনি।
এটা কীভাবে সম্ভব? এই সন্দেহ থেকেই ব্রিটিশ প্লাস্টিক সার্জন ড. আইহাম আল-আইয়ুবি মনে করছেন, লোপেজের মুখে বলিরেখা নির্মূলের একাধিক চিহ্ন রয়েছে।
টুইটারে তিনি লিখেছেন, "পুরনো ও এখনকার ছবি দেখলে সহজেই বোঝা যায় তিনি অস্ত্রোপচার করিয়ে বলিরেখা মুছেছেন। এমনিতেই তার চেহারা সুন্দর, তবে এখনকার লাবণ্য অবাক-করা।"
চিকিৎসকের কথার উপযুক্ত জবাব দিতেই মুখ খুলেছেন এই গায়িকা-অভিনেত্রী। তার ভাষ্য, "ড. আইয়ুবি, দুঃখিত জনাব; বলিরেখা মুছতে কখনও অস্ত্রোপচার [প্লাস্টিক সার্জারি] করাইনি।"
তবে লোপেজ ও তার ভক্তদের প্রতিক্রিয়া দেখে ওই চিকিৎসক দাবি করেন, এই মন্তব্যের জন্য তার সহকারী দায়ী। তিনি বলেন, "প্রিয় জেলো [ডাকনাম], টুইটারে ভুল বার্তার কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না জানিয়ে আমার সহকারী হয়তো এমন করেছে।"