Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 9 November 2013

রাজধানীতে বিজিবি মোতায়েন

বিজিবি মহাপরিচালক জানান, ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে, যারা বিভিন্ন রাস্তায় টহল দেবে।
সমকাল প্রতিবেদক
রাজধানীতে বিজিবি মোতায়েনরাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদস্যদের নগরীর বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তায় পুলিশ-র‌্যাবকে সহায়তা করতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক আজিজ আহমেদ।
তিনি সমকালকে জানান, "ঢাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে, যারা বিভিন্ন রাস্তায় টহল দেবে।"
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে। শনিবার সংবাদ সম্মেলন করে দলের পক্ষ থেকে হরতাল আরও ১২ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
শীর্ষ নেতাদের গ্রেফতার এবং আরও অনেকের খোঁজে বাসায় বাসায় পুলিশের তল্লাশির প্রতিবাদে হরতালের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।