![mahiya6.jpg](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sDxVPq_TZbynoq_0CFzs9sAxzCPWtvbLXvHHm9hWNu0IQ4eCif4Fe1hoA_dwbwBRTZB6IKiLltEBbtUNSilFUyqNsPpH9j8C0A-yjmrOJsJhCzMpVegq-iyFcDoFVRsszK1ZkpaWKIuSxP=s0-d)
ছবিপ্রতি ১০ লাখ টাকা নিচ্ছেন চলচ্চিত্রের চলতি সময়ের সর্বাধিক আলোচিত
নায়িকা মাহি। মাত্র দুই বছরের ক্যারিয়ারে একের পর এক ছবিতে অভিনয় এবং ১০
লাখ টাকা পারিশ্রমিক নেয়ার ঘটনা বিরল। এর আগে শাবনূর, মীম ও সাহারাকে নিয়ে এ
পরিমাণ পারিশ্রমিকের কথা শোনা গেলেও ছবিতে সাইনিং করার সময়ে পারিশ্রমিক ১০
লাখের কমই নিয়েছিলেন। কিন্তু মাহি নিজের পারিশ্রমিক এর চেয়ে সামান্যতমও কম
নয় বলে সাফ জানিয়ে দিচ্ছেন। এখন থেকে যত ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছে সবার
আগে এটিকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক
মাহির একজন অভিভাবক বলেছেন, মাহি এখন ছবিপ্রতি ১০ লাখ টাকা পারিশ্রমিক
নিচ্ছে। বাংলাদেশের একজন নায়িকা অল্প সময়ে দারুণ জনপ্রিয় হতে পারে, মাহি তা
দেখিয়েছে। এরই মধ্যে মাহি ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত শিডিউল দিয়ে
দিয়েছে। এ বছরের মধ্যেই আগামী বছর পুরোটা বুকড হয়ে যাবে। অতএব, যার এতো
গ্রহণযোগ্যতা সে তো ১০-১৫ লাখ টাকা পারিশ্রমিক নিতেই পারে। এ প্রসঙ্গে বেশ
কিছু নির্মাতা আবার ভিন্নমত দিয়েছেন। তারা বলেন, মাহি সুন্দর, কাজ করতে
করতে অভিনয়সমৃদ্ধ হয়ে উঠছেন। তাই বলে ১০ লাখ টাকা পারিশ্রমিক নেয়ার মতো নয়।
তার চেয়েও ভাল অভিনয় জানা এবং বেশি সুন্দর নায়িকাও আছে। আর একজন নায়িকার
১০ লাখ টাকা পারিশ্রমিক নেয়ার মতো বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি
বর্তমানে সেভাবে রান করছে না। এ প্রসঙ্গে মাহি বলেন, কি বা কেন আমাকে নিয়ে
ছবি নির্মাণ হচ্ছে তা বোঝার সময় নেই আমার। আমি শুধু জানি একের পর এক ছবিতে
অভিনয় করে চলছি এবং আমার ছবি দর্শক দেখছেন। আর পরিশ্রম অনুযায়ীই পারিশ্রমিক
নিচ্ছি। মাহি এরই মধ্যে শুটিং শেষ করেছেন ‘দবির সাহেবের সংসার’ ছবির।
জাকির হোসেন রাজুর পরিচালনায় এ ছবিতে তার নায়ক হিসেবে আছেন বাপ্পী ও রোজ।
এছাড়া মুক্তি অপেক্ষায় আছে মাহি অভিনীত ছবি ‘অগ্নি’। ইফতেখার চৌধুরীর
পরিচালনায় এ ছবিতে মাহির নায়ক আরেফিন শুভ। এছাড়াও নতুন-পুরনো একের পর এক
ছবিতে অভিনয় করে চলেছেন মাহি।