৩১ অক্টোবর সকালের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।
তিনি আরও বলেন, “২৪ ডিসেম্বর সুইডেনে ফিরে যাব। এর মধ্যে নতুন কোনো সিনেমায় কাজ করছি না। তবে এই অল্প সময়ের মধ্যে যদি কেউ আমাকে নিয়ে কাজ করতে চায় তবে তা ভেবে দেখব। এখন আপাতত বেড়ানো নিয়ে আছি।”
তাম্মান্না প্রায় এক বছর আগে দেশে এসে মঈন বিশ্বাস পরিচালিত ‘পাগল তোর জন্য রে’ সিনেমায় অভিনয় করেন। এ বছরের ১ মার্চ সিনেমাটি মুক্তি পায়। এতে আরও অভিনয় করেছেন ওমর সানি, ড্যানি সিডাক, রেবেকা, চিত্রা চৌধুরী, শাহিন শাহ ও এটিএম শামসুজ্জামান।
সাইফুল আজম কাশেম পরিচালিত ‘ত্যাজ্যপুত্র’ সিনেমার মাধ্যমে সুইডেন প্রবাসী তামান্না প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’।