ফরেনসিক রিপোর্টকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুরহস্য
নতুন মোড় নিয়েছে।কালিনা ফরেনসিক ল্যাবটরির এই রিপোর্ট বলছে, জিয়ার আঙুলের
নিচে মানুষের মাংস ও রক্তের দাগ মিলেছে। সঙ্গে জিয়ার অন্তর্বাসেও রক্তের
দাগ মিলেছে। এটা থেকে অনেকটাই পরিষ্কার আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে।
নতুন করে তদন্ত শুরুর দাবিও উঠছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, সেদিন ঘটনার কিছুক্ষণ আগেই
বাড়িতে ঢোকেন জিয়া। সেই সময় একটি ট্র্যাকশ্যুট পরেছিলেন তিনি। কিন্ত
মরদেহ উদ্ধারের সময় দেখা গিয়েছে তার পরনে নাইট গাউন। তাই প্রশ্ন উঠেছিল
মৃত্যুর আগে কেউ কি পোশাক পরিবর্তন করে?
এছাড়া সিলিং ফ্যানের উচ্চতা প্রসঙ্গে জিয়ার মায়ের প্রশ্ন ছিল, ফ্যানের
যা উচ্চতা, তাতে জিয়ার পক্ষে তার নাগাল কীভাবে পাওয়া সম্ভব? শুরু থেকেই
জিয়ার মায়ের অভিযোগ ছিল, গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন জিয়ার বন্ধু সুরজ
পাঞ্চোলিই।
উল্লেখ্য, এই ঘটনায় মূল অভিযুক্ত অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ
পাঞ্চোলি ১০ জুন গ্রেফতার হলেও ১ জুলাই হাইকোর্টের জামিনে মুক্তি পান।