Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday, 26 October 2013

'জিরো ডিগ্রি'তে রুহী

'জিরো ডিগ্রি'তে রুহী
ঢাকার চলচ্চিত্রে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছেন র‌্যাম্প মডেল রুহী।
এর আগে ঢাকা ও লন্ডনের নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন।
এবার ঢাকার আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি। নাম 'জিরো ডিগ্রি।
এতে তার সহশিল্পী মাহফুজ আহমেদ ও জয়া আহসান।
মাহফুজ আহমেদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবিটি পরিচালনা করবেন অনিমেষ আইচ। ১ নভেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু হবে।
'জিরো ডিগ্রি' ছবিতে রুহী
ছবিটির বেশিরভাগ চিত্রায়ন হবে ঢাকায়। তবে কিছু অংশ ধারণ করা হবে সিঙ্গাপুরে।
রুহী বললেন, 'কয়েক মাস আগে ছবিটিতে কাজ করার বিষয়ে নির্মাতার সঙ্গে পাকা কথা হয়। এতে আমি নীলা চরিত্রে অভিনয় করছি। এটি হবে আমার চতুর্থ ছবি। কলকাতার ছবিটির কাজ এখনও শুরু হয়নি।'