Wednesday, 31 December 2014

হয়েও হল না আঁচলের

শাকিবের সঙ্গে ‘ফাঁদ’ সিনেমাটি নিয়ে আশায় বুক বাঁধলেও সিনেমাটি আশানুরূপ ব্যবসা না করায় খুব একটা সুবিধা করতে পারেননি আঁচল। ‘কিস্তিমাত’ সিনেমাতে সব আলো কেড়ে নিয়েছেন নায়ক আরেফিন শুভ। ইমনের বিপরীতে ‘স্বপ্ন যে তুই’ সিনেমাটিও তেমন সাড়া ফেলতে পারেনি।
নতুন বছর আঁচল উঠে আসতে পারেন ‘মেন্টাল’ সিনেমাটি দিয়ে। প্রথমে এ সিনেমাতে প্রধান নায়িকা হিসেবে অভিনয়ের কথা শোনা গেলেও পরে পরিচালক জানালেন, তিশাই হচ্ছেন শাকিবের প্রধান নায়িকা। নতুন বছরের শুরুতে ‘গুন্ডা-দ্য টেররিস্ট’ সিনেমাটি মুক্তি পাবে তার।

মুক্তির আগেই হিট পরীমনি

একটি সিনেমাও মুক্তি পায়নি, অথচ অপু-মাহি-ববিদের পাশাপাশি অন্য যে নায়িকার কথা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে এ বছর, তিনি পরীমনি। এ মুহূর্তে ঠিক কয়টি সিনেমায় অভিনয় করছেন, তা নিজেই জানেন না এ নবাগতা।
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা পরীমনির আলোচিত সিনেমা ‘রানা প্লাজা’। সাভারের রানা প্লাজা ধসের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পোশাকশিল্পকর্মী রেশমাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাতে তার ভূমিকায় অভিনয় করেন পরী। সিনেমাটি সেন্সরে জমা পড়ার পর ‘গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তুলতে পারে’ এমন অভিযোগে সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।
পরীমনি থেমে থাকেননি। অভিনয় করছেন ‘ধুমকেতু’, ‘আমার মন জুড়ে তুই’, ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘নগর মাস্তান’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘মহুয়া সুন্দরী’সহ আরও বেশ কটি সিনেমাতে। সিনেমায় নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে সাহসী বলে পরিচিতি তৈরী করেছেন। ‘ধূমকেতু’ সিনেমার জন্য অভিনেতা শাকিব খানের সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করে ঢাকাই চলচ্চিত্রাঙ্গণে সাড়া ফেলেন পরী।
নতুন বছরও পরীমনির নামটি আলোচনায় থাকবে বলেই ধরে নেওয়া যায়।

গ্ল্যামারেই বাজিমাত ববির

পর্দায় গ্ল্যামারাস উপস্থিতির কারণেই আলোচনায় ছিলেন ববি। পর্দায় তার খোলামেলা আবির্ভাব আলোচনার খোরাক জুগিয়েছে বছরজুড়ে। প্রতিদ্বন্দ্বী অপু যতই বলুন ‘ববির সিনেমা পরিবার নিয়ে দেখা যায় না’, ববি পাত্তা দেননি।
শাকিবের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা ‘রাজত্ব’ মুক্তি পায় বছরের শুরুতে। এ সিনেমাতে ‘তুমি ছাড়া কে আছে’ শিরোনামের একটি গানে শাকিবকে চুমু খেয়ে বিতর্কের সৃষ্টি করেন তিনি। ববি বলছেন, দৃশ্যটি গল্পের প্রয়োজনেই সংযোজিত হয়েছিল।
ঈদুল ফিতরে ‘হিরো-দ্য সুপারস্টার’ সিনেমাতে শাকিবের বিপরীতে আরেক নায়িকা হিসেবে পর্দায় বেশ সরব উপস্থিতিই ছিল তার। ঈদুল আযহাতে মুক্তি পাওয়া ‘আই ডোন্ট কেয়ার’ নিয়ে পরিচালক মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনে ববি বলেছিলেন, পরিচালক তার ‘অজান্তে’ই সমুদ্রস্নানের দৃশ্য ‘ধারণ’ করেছেন। সিনেমার পোস্টারেও তাকে যথেষ্ট ‘অশালীনভাবে’ উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সায়মনের সঙ্গে ‘স্বপ্নছোঁয়া’ সিনেমাটি বছরের শুরুতে মুক্তি পেয়েছে।  নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমাটি। সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। আরও মুক্তি পাবে তার অভিনীত ‘ওয়ান ওয়ে’ সিনেমাটি।
মাহির মতোই ববিও নামছেন প্রযোজনায়। জানুয়ারিতেই তার প্রযোজিত প্রথম সিনেমাটির শুটিং শুরুর কথা জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী।

AD BANNAR