Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday, 31 December 2014

হয়েও হল না আঁচলের

শাকিবের সঙ্গে ‘ফাঁদ’ সিনেমাটি নিয়ে আশায় বুক বাঁধলেও সিনেমাটি আশানুরূপ ব্যবসা না করায় খুব একটা সুবিধা করতে পারেননি আঁচল। ‘কিস্তিমাত’ সিনেমাতে সব আলো কেড়ে নিয়েছেন নায়ক আরেফিন শুভ। ইমনের বিপরীতে ‘স্বপ্ন যে তুই’ সিনেমাটিও তেমন সাড়া ফেলতে পারেনি।
নতুন বছর আঁচল উঠে আসতে পারেন ‘মেন্টাল’ সিনেমাটি দিয়ে। প্রথমে এ সিনেমাতে প্রধান নায়িকা হিসেবে অভিনয়ের কথা শোনা গেলেও পরে পরিচালক জানালেন, তিশাই হচ্ছেন শাকিবের প্রধান নায়িকা। নতুন বছরের শুরুতে ‘গুন্ডা-দ্য টেররিস্ট’ সিনেমাটি মুক্তি পাবে তার।