Wednesday, 20 December 2023

Tienduizenden mensen protesteren in Madrid tegen de amnestieovereenkomst

 

Thousands of people in the Plaza de Cibeles in Madrid, this Saturday.
9 fotos

Tens of thousands of people protest in Madrid against amnesty deal

Demonstranten gingen de straat op in de Spaanse hoofdstad om te demonstreren tegen het akkoord en de inhuldiging van premier Pedro Sánchez

Thursday, 16 April 2020

ফের অভিযোগ উর্বশী রাউতের বিরুদ্ধে

কিছদিন আগেই একজন মার্কিন লেখকের কাছ থেকে ‘প্যারাসাইট’ ছবির রিভিউ হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল উর্বশী রাউতেলার বিরুদ্ধে। এবার তিনি সিদ্ধার্থ মালহোত্রার টুইট নকল করলেন। আর এ নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রীকে ঘিরে। তবে এবার ‘হুবহু’ কপি-পেস্টের অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে। সিদ্ধার্থের  টুইট নকল করলেও তার মধ্যে নিজের মতো কয়েকটি শব্দ যোগ করেছেন তিনি। বাদও দিয়েছেন কয়েকটি শব্দ। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। লকডাউন যাতে ঠিকভাবে মেনে চলা হয়, তা দেখতে দিনরাত এক করে মুম্বইয়ের রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
মোকাবিলায় যেভাবে চিকিৎসকদের পাশাপাশি পুলিশেরাও ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই সাধুবাদ জানানোর মতো। লকডাউনের জেরে মায়ানগরীর রাজপথও শুনশান। জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় দেখা নেই কোনো গাড়ির। উর্দিতে শহরজুড়ে মোতায়েন রয়েছেন হাজারো পুলিশ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। গোটা শহর যখন সচেতনতার চাদরে মুড়েছে তখন তাদের কিন্তু ছুটি নেই। বিরাম নেই। কর্তব্যে অবিচল। কখনো কোনো রোগিকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তো আবার কখনো বা কোনো সার্জেন্টকে দেখা যাচ্ছে অভুক্তদের মুখে খাবার তুলে দিতে।
দেশের স্বার্থে, দশের স্বার্থে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা সেই পুলিশদেরই অভিনবভাবে কুর্নিশ জানালেন বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও। টুইটারে তিনি লিখেছেন, ‘এই সময়টা মুম্বইয়ের পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর সময়। তারা তাদের পরিবারকে বাড়িতে রেখে আমাদের সুরক্ষার জন্য নিরলস পরিশ্রম করছেন। আপনারা সত্যিই হিরো। ধন্যবাদ মুম্বই পুলিশ।’ সিদ্ধাথের এই টুইটই নকল করে বিতর্কে পড়লেন উর্বশী রাউতেলা।



তমা মির্জাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে গতকাল বুধবার জরিমানা গুনতে হলো চিত্রনায়িকা তমা মির্জাকে। সন্ধ্যার পর বের হওয়ার কারণে তাকে এ জরিমানা দিতে হয়। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে  এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মুখে মাস্কও ছিল না। 
এদিন শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। মাস্ক না পরায় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।আইফোন জিতেতে ক্লিক করুন  
জানা যায়, একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে জরিমানা করেন। বিষয়টি নিয়ে তমা মির্জা বলেন, একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল।সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ করে ছয়টার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়।
দেরির কারণসহ এটিও বলি, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার যেকোনও শাস্তি মেনে নেব। তারা আমাকে বেশ সহযোগিতাও করেন। এদিকে গাড়ি থেকে নামার সময় মাস্ক ছিল না তমার মুখে। আদালতের তরফ থেকে একটি মাস্ক উপহার দেওয়া হয় নায়িকাকে। 
আইফোন জিতেতে ক্লিক করুন তমা জানায়, মাস্ক ও গ্লাভস গাড়িতে ছিল। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছি। প্রসঙ্গত, নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি।

AD BANNAR