Tuesday, 10 March 2015

Two Bangladeshis, not one, abducted by IS in Libya

Star Online Report
Two Bangladeshi nationals, not one as learnt earlier, have been identified to be among the nine people abducted from an oilfield in Libya on Friday, the Bangladesh embassy has confirmed.
Initially Anowar Hossain was mistakenly identified as a Sudanese national having the same name.
Hossain, whose Passport No. is AE3630754, hails from Noakhali district, according to a foreign ministry press release.

টুইঙ্কলের তীর ধর্ষণ থেকে রাজনীতির কু-কথায়

কালের কণ্ঠ অনলাইন মিসেস ফানিবোনসনামে ব্লগ লেখেন মিসেস অক্ষয়কুমার টুইঙ্কল খান্না তাঁর হিউমার, ঠাসবুনোট লেখার ভিতর মজার ফুলকিতে সাধারণ পাঠক থেকে বলিউডের সেলেবমহল সকলেই হেসে ওঠেনএবার তাঁর তোলা ইস্যুতেও সহমত হয়েছে বলিউড সাম্প্রতিক এআইবি রোস্টনিয়ে শোরগোলের প্রেক্ষিতে টুইঙ্কলের মন্তব্য প্রতিবাদ করার আরও অনেক বিষয় আছে, সেগুলোতে মন দেওয়া উচিতবলি সেলেবমহল সায় দিয়েছেন তাঁর এই মন্তব্যে
ব্লগের সাম্প্রতিক পোস্টটিতে টুইঙ্কল জানিয়েছেন, এ যেন সেই প্রাচীনকালের রীতি চলছেপ্রচলিত এক কাল্পনিক গল্প মনে করিয়ে দিয়েছেন তিনিযেখানে জনা ছয়েক আদিম মানুষ একটা ম্যামথ শিকার করতে গেল গোটা গোষ্ঠীর জন্য, জনা তিনেক আগুন আবিষ্কার করল, জনা চারেক আবিষ্কার করল মুখের ভাষা, আর কিছুই করেনি এমন জনা কয়েক সব দেখেশুনে গুহার দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে গোঁসা করে রইলসাম্প্রতিক সময়েও যে সেই একই হাল চলছে তা জানাতেই এ গল্পের অবতারণা করেন টুইঙ্কল
এআইবি রোস্ট’-এ খারাপ ভাষার ব্যবহার নিয়ে সব হট্টগোলে জল ঢেলে দিয়ে তিনি বলেছেন, যেটা এমনিতেই প্রাপ্তবয়স্কদের শো, তাতে ভাষার ব্যবহার নিয়ে হইচইয়ের কী আছে৷ তাছাড়া যাঁরা শোয়ে ছিলেন তাঁরা হেসে বাড়ি চলে গেছেন অনেকদিন আগেই, বাকিরা এখনও তা নিয়েই পড়ে আছেন
শোয়ে কালো গায়ের রঙ নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাতেও বর্ণবিদ্বেষের গন্ধ খুঁজেছেন অনেকে৷ তবে টুইঙ্কলের প্রশ্ন, কালো নিয়ে মজা করা হয়েছে বলেই কি এত প্রশ্ন, ফর্সা রঙ নিয়ে মজা করলে এত প্রশ্ন উঠত কি?
সব মিলিয়ে টুইঙ্কলের মত, অবান্তর কিছু প্রসঙ্গ নিয়েই তর্ক-বিতর্ক এবং প্রতিবাদ চলছেতাঁর মতে প্রতিবাদের শক্তি যদি কাজে লাগাতেই হয়, তবে ভালো কিছুর জন্যই কাজে লাগানো উচিত৷ এখনও রোহটাকে গণধর্ষণ হয়েছে তা নিয়ে প্রতিবাদ করা উচিত, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট কমিয়ে যুদ্ধক্ষেত্রে বাড়তি বরাদ্দ করা হয়েছে তা নিয়ে গলা তোলা উচিত, এমনকি স্ট্যান্ড আপ কমেডিয়ান নন, একজন রাজনীতিক যখন হারামজাদাবলেন তখন তাঁর বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হয় না, তা নিয়ে প্রতিবাদ করা উচিতটুইঙ্কলের এই ভাবনার সঙ্গে সহমত প্রকাশ করেছে বলিউডের একাংশপ্রিয়াঙ্কা চোপড়া থেকে পরিণীতি চোপড়া, বিশাল দাদলানি, করণ জোহর তাঁর কলামের এবং মতামতের প্রশংসা করেছেন৷ হিউমারের সঙ্গে অপ্রিয় সত্যি কথাগুলোও যে খুব সহজে বলে ফেলা যায়, তাইই নতুন করে প্রমাণ করছেন টুইঙ্কল

দুই মাস পর 'অনিল বাগচীর একদিন'



 টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ইতিমধ্যেই তিনটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে অভিনয় করে ফেলেছেন জ্যোতিকা জ্যোতিস্বাধীনতার এ মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর অভিনীত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র 'অনিল বাগচীর একদিন'হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোরশেদুল ইসলামকিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করতে না পারায় দুই মাস পরে হলে মুক্তি দিতে চান ছবির পরিচালকতিনি বলেন, 'ইচ্ছা ছিল এ মাসেই ছবিটি মুক্তি দেওয়ারকিন্তু পোস্ট প্রোডাকশনের কিছু কাজ বাকি থাকায় সেটা আর হচ্ছে না আশা করছি সব মিলিয়ে মাস দুয়েক পরেই হলে মুক্তি পাবে ছবিটি'
জ্যোতি বলেন, 'ছবির কাহিনীকার ও নির্মাতা দুজনেই বড় মানের শিল্পীএই চলচ্চিত্রে আমি অনিলের ছোট বোন অতশীর চরিত্রে অভিনয় করেছিচ্যালেঞ্জিং একটি চরিত্রতাই সব মিলিয়ে ছবিটি নিয়ে আমার প্রত্যাশা অনেক'
চলতি মাসেই প্রদর্শন হওয়ার কথা রয়েছে জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'গর্ত-ট্রেন্স অব ফেয়ার'এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মরিয়ম নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি

AD BANNAR