Wednesday, 20 August 2025

জুলাই সনদে সব দল কী সই করবে?-BBC BANGLA

 জাতীয় ঐকমত্য কমিশন বলে আসছে, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলো দিয়েই সনদ চূড়ান্ত করে তাতে দলগুলোর স্বাক্ষর নেওয়া হবে।

কমিশন বলেছে, এপর্যন্ত সংস্কারের ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে মূল বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়নি।

ঐকমত্য যে বিষয়গুলোতে হয়েছে, সেগুলোর ব্যাপারে কোনো দলের স্বাক্ষরে আপত্তি থাকবে না। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মতপার্থক্য।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সনদ নিয়ে দলগুলোর ওপর পরিস্থিতির এক ধরনের চাপ রয়েছে। সেকারণে মতপার্থক্য থাকলেও তারা স্বাক্ষর করবে।

কিন্তু লেখক, বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসিকে বলেন, দলগুলো যদি মতপার্থক্য থাকার পরও স্বাক্ষর করে তাহলে নির্বাচনের পর তা গুরুত্ব হারাতে পারে। সেটা তখন একটি কাগুজে বাঘ হয়ে থাকতে পারে।

অধ্যাপক আলী রীয়াজ
ছবির ক্যাপশান,
অধ্যাপক আলী রীয়াজ

আবারও আলোচনা

চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠিয়ে ঐকমত্য কমিশন ২০ শে অগাস্টের মধ্যে মতামত জানানেআর সময় দিয়েছিল। কিন্তু আজ সেই সময়ের মধ্যে বিএনপি জমা দিয়েছে। তবে সব দল তাদের মতামত জমা দিতে পারেনি।

জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, খসড়ায় কিছু বিষয়ে তাদের পর্যবেক্ষণ আছে, সেজন্য তারা দু'এক দিন সময় চেয়েছেন।

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বিবিসি বাংলাকে বলেন, ২২ শে অগাস্টের মধ্যে সব দলের মতামত নেওয়া শেষ করবেন তারা।

এরপর আগামী সপ্তাহে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের মতামত ও সনদ বাস্তবায়নের উপায় নিয়ে শেষ দফা আলোচনা করবেন।

অধ্যাপক রীয়াজ বলেন, অমীমাংসিত বিষয়গুলোতে সমঝোতার চেষ্টা তারা করবেন। কিন্তু তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ওপর।

AD BANNAR