Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 16 April 2020

ফের অভিযোগ উর্বশী রাউতের বিরুদ্ধে

কিছদিন আগেই একজন মার্কিন লেখকের কাছ থেকে ‘প্যারাসাইট’ ছবির রিভিউ হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল উর্বশী রাউতেলার বিরুদ্ধে। এবার তিনি সিদ্ধার্থ মালহোত্রার টুইট নকল করলেন। আর এ নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রীকে ঘিরে। তবে এবার ‘হুবহু’ কপি-পেস্টের অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে। সিদ্ধার্থের  টুইট নকল করলেও তার মধ্যে নিজের মতো কয়েকটি শব্দ যোগ করেছেন তিনি। বাদও দিয়েছেন কয়েকটি শব্দ। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। লকডাউন যাতে ঠিকভাবে মেনে চলা হয়, তা দেখতে দিনরাত এক করে মুম্বইয়ের রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
মোকাবিলায় যেভাবে চিকিৎসকদের পাশাপাশি পুলিশেরাও ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই সাধুবাদ জানানোর মতো। লকডাউনের জেরে মায়ানগরীর রাজপথও শুনশান। জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় দেখা নেই কোনো গাড়ির। উর্দিতে শহরজুড়ে মোতায়েন রয়েছেন হাজারো পুলিশ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। গোটা শহর যখন সচেতনতার চাদরে মুড়েছে তখন তাদের কিন্তু ছুটি নেই। বিরাম নেই। কর্তব্যে অবিচল। কখনো কোনো রোগিকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তো আবার কখনো বা কোনো সার্জেন্টকে দেখা যাচ্ছে অভুক্তদের মুখে খাবার তুলে দিতে।
দেশের স্বার্থে, দশের স্বার্থে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা সেই পুলিশদেরই অভিনবভাবে কুর্নিশ জানালেন বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও। টুইটারে তিনি লিখেছেন, ‘এই সময়টা মুম্বইয়ের পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর সময়। তারা তাদের পরিবারকে বাড়িতে রেখে আমাদের সুরক্ষার জন্য নিরলস পরিশ্রম করছেন। আপনারা সত্যিই হিরো। ধন্যবাদ মুম্বই পুলিশ।’ সিদ্ধাথের এই টুইটই নকল করে বিতর্কে পড়লেন উর্বশী রাউতেলা।



তমা মির্জাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে গতকাল বুধবার জরিমানা গুনতে হলো চিত্রনায়িকা তমা মির্জাকে। সন্ধ্যার পর বের হওয়ার কারণে তাকে এ জরিমানা দিতে হয়। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে  এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মুখে মাস্কও ছিল না। 
এদিন শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। মাস্ক না পরায় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।আইফোন জিতেতে ক্লিক করুন  
জানা যায়, একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে জরিমানা করেন। বিষয়টি নিয়ে তমা মির্জা বলেন, একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল।সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ করে ছয়টার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়।
দেরির কারণসহ এটিও বলি, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার যেকোনও শাস্তি মেনে নেব। তারা আমাকে বেশ সহযোগিতাও করেন। এদিকে গাড়ি থেকে নামার সময় মাস্ক ছিল না তমার মুখে। আদালতের তরফ থেকে একটি মাস্ক উপহার দেওয়া হয় নায়িকাকে। 
আইফোন জিতেতে ক্লিক করুন তমা জানায়, মাস্ক ও গ্লাভস গাড়িতে ছিল। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছি। প্রসঙ্গত, নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি।

১৩৭০০ পাউন্ড নাহলে সেক্স টেপ ফাঁস ........

১৩৭০০ পাউন্ড দাও। নাহলে তোমার সেক্স টেপ ফাঁস করে দেবো। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের তারকা জুলিয়েনা গোডার্ডকে এমন ব্লাকমেইল করার হুমকি দিয়েছেন ফিটনেস মডেল হেনচা ভোইগত (৩১)। আইফোন জিতেতে ক্লিক করুন এ জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। মডেল হেনচা ভোইগত হলেন প্রিমিয়ার লীগ তারকা সার্জি অঁরির (২৬) প্রেমিকা। ২ কোটি ৩০ লাখ পাউন্ডের টটেনহ্যাম ডিফেন্ডার অঁরির সঙ্গে প্রেমের পরিণতিতে তাদের রয়েছে একটি সন্তান। আইফোন জিতেতে ক্লিক করুন সেই মডেল হেনচা ভোইগতকে এবার এই মাসেই যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।  লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ জানাচ্ছে, মডেল হেনচা ভোইগতর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি তার সাবেক প্রেমিক ওসেলে ভিক্টরের (৩৫) সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছেন এবং গোডার্ডকে (২৮) ব্লাকমেইল করছেন।  উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মডেল হেনচা ভোইগতর রয়েছেন ৫ লাখ ৫০ হাজার অনুসারী।আইফোন জিতেতে ক্লিক করুন 
সেখানে তিনি পরিচিত ‘ইয়েসজুলজ’ নামে। যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো ওয়াগস মিয়ামিতে তিনি অল্প সময়ের জন্য অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে যৌনতা ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাতে বলা হয়েছে, মডেল হেনচা ভোইগতের হাতে গোডার্ডের এক্স-রেটেড অনেক ছবিও আছে। তিনি তার সেক্স টেপ প্রকাশ করে দিতে চান। তার হাতে যে সেক্স টেপ আছে তার প্রমাণ হিসেবে তিনি গোডার্ডের সহকারীর কাছে বেশ কিছু এক্স-রেটেড বা রগরগে ছবি পাঠিয়েছেন।আইফোন জিতেতে ক্লিক করুন 

আইফোন জিতেতে ক্লিক করুন এ নিয়ে তদন্তে নেমেছে মিয়ামি বিচ পুলিশ। তারা যেসব অভিযোগ এনেছে তাতে দেখা গেছে, ওই সেক্স টেপ থেকে মুক্তি পেতে গোডার্ডের কাছে ১৮০০০ ডলার বা ১৩৭০০ পাউন্ড দাবি করেছেন মডেল হেনচা ভোইগত ও তার সাবেক প্রেমিক ভিক্টর। অর্থ পরিশোদের জন্য গোডার্ডকে সময় দেয়া হয়েছিল ২৪ ঘন্টা।
এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন গোডার্ড। এক পর্যায়ে তিনি মডেল হেনচা ভোইগত ও তার প্রেমিক ভিক্টরের সঙ্গে একটি ভুয়া বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে অংশ নিতে তারা দু’জন উপস্থিত হন একই গাড়িতে। তাতে বসা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। এর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। মডেল হেনচা ভোইগত বলেছেন, তিনি গোডার্ডকে শুধুই সাহায্য করতে চাইছিলেন। কারণ একবার তার একটি সেক্স টেপ ফাঁস হয়ে গেছে।আইফোন জিতেতে ক্লিক করুন 
এ অবস্থায় এফবিআইয়ের সহায়তায় মডেল হেনচা ভোইগতের মোবাইল ফোন ক্র্যাক করে কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখতে পান তার ও ভিক্টরের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা হয়েছে তা মুছে দেয়ার চেষ্টা করেছেন মডেল হেনচা ভোইগত।আইফোন জিতেতে ক্লিক করুন 
ওদিকে তাদেরকে গ্রেপ্তারের পর পরই অনলাইনে ফাঁস হয়ে যায় মডেল হেনচা ভোইগতের সেক্স টেপ। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইভরিকোটের অঁরিকে আটক করে পুলিশ। এ ঘটনা ঘটে যে রাতে তার দল ম্যান ইউনাইটেডকে পরাজিত করে তার আগের রাতে। ওই ম্যাচে এ কারণে খেলতে পারেন নি অঁরি। তিনি মডেল হেনচা ভোইগতের সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করেন হার্টফোর্ডশায়ারে।আইফোন জিতেতে ক্লিক করুন  তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তাকে কোনো অভিযোগ ছাড়াই পরে ছেড়ে দেয়া হয়।

ভুয়া লন্ডনী কইন্যাই তার পেশা


প্রতারনার ‘ষোলকলা’ পূর্ণ করে কারান্তরীণ হলেন সিলেটের শিউলি আক্তার। শিউলীকে এক নামেই চিনে সিলেটের মানুষ। অতীতে নানা বিতর্কের আলোচিত হয়েছেন তিনি। জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক। সিলেটের গার্ডেন টাওয়ারের বাসিন্দা তিনি। ভুয়া লন্ডনী কইন্যা সেজে প্রতারনা করাই ছিলো তার পেশা। প্রতারক চক্রও রয়েছে। জগন্নাথপুরে ভুয়া কনে সেজে প্রতারনা করতে গিয়ে ধরা পড়েছেন তিনি।আইফোন জিতে ক্লিক করুন 

প্রতারনার শিকার তার এক স্বামী আরেক স্বামীর ঘর থেকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। দিয়েছেন থানায় মামলাও। সেই মামলায় রোববার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।আইফোন জিতে ক্লিক করুন 
গ্রেপ্তারকৃত শিউলী আক্তার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুমনা আক্তার ছাতকের দোহালিয়ার মৃত কাচা মিয়ার মেয়ে ও সীমা আক্তার নবীগঞ্জে ঘুলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে। জগন্নাথপুরের আশরাফুল রহমান নামের একজনের মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আইফোন জিতে ক্লিক করুন 

পুলিশ জানায়- শিউলীর একটি প্রতারক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা শিউলীকে ভুয়া লন্ডনী কইন্যা সাজিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দেয়। তেমনি এক প্রতারক ওসমানীনগরের করনসী গ্রামের রহিমদ উল্লাহ। গত ফেব্রæয়ারি মাসে রহিম উল্লাহ লন্ডনী কইন্যা সন্ধান দেওয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার লোহারগাও গ্রামের আশরাফুল ইসলামকে সিলেট শহরে নিয়ে আসে। সেখানে শিউলীকে লন্ডনী কইন্যা সাজিয়ে কনে দেখান।আইফোন জিতে ক্লিক করুন .
 শিউলীকে পছন্দ হয় আশরাফুলের। এরপর গত ১০ই ফেব্রæয়ারি শিউলী নগদ ৫ লাখ টাকা কাবিন ও ৭ ভরি স্বর্নালঙ্কার গ্রহন করে আশরাফুলকে বিয়ে করেন। বিয়ের পর তিনি চলে যান আশরাফুলের সঙ্গে তার গ্রামের বাড়ি জগন্নাথপুরে। সেখানে স্বামী-স্ত্রীর মতো তারা বসবাস করেন। বিয়ের কিছু দিনের মাথায় শশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আশরাফুলকে জানিয়ে দেন- ‘তার আর সর্ম্পক নেই। এখানেই শেষ।’ এর মোবাইল বন্ধ করে দেয়।আইফোন জিতে ক্লিক করুন 
এদিকে- কয়েক দিন আগে শিউলী আশরাফুলের মতো জগন্নাথপুরের আশারকান্দির পাইকপাড়া গ্রামের কামরুল ইসলাম নামের আরেক জনকে বিয়ে করেন। বিয়ের পর শিউলী কামরুলের সঙ্গে তার বাড়িতে বসবাস করছিলো। বিষয়টি জানতে পারেন পূর্বে প্রতারনার শিকার হওয়া আশরাফুল। তিনি জগন্নাথপুর থানায় এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলের বাড়ি থেকে শিউলী ও তার সঙ্গে থাকা দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে। আইফোন জিতে ক্লিক করুন 
জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে ভুয়া লন্ডনী কইন্যা শিউলী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয় দেওয়া হয়েছে।আইফোন জিতে ক্লিক করুন 

Europe COVID-19 cases almost at 1 million, coming weeks ‘critical’: WHO

কথা ছিল ব্যস্ত থাকবেন জয়া

দিনগুলোয় আরও মানবিক হই– জয়া

জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন এ সময়ে কথা ছিল, জয়া আহসান ব্যস্ত থাকবেন ভারতীয় নির্মাতা মানস মুকুল পাল পরিচালিত সিনেমার কাজে। ঝটপট সেই কাজ শেষ করে বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য কলকাতা থেকে ঢাকায় ফিরে আসার কথা ছিল তাঁর। করোনাকাল–পূর্ববর্তী পরিকল্পনাগুলোর কথা মনে করে জয়া বলছিলেন, ‘আমি সব গুছিয়ে রেখেছিলাম। পয়লা বৈশাখের সময়টাতে আমি কোনো কাজ রাখি না। এবারও সব কাজ পয়লা বৈশাখের আগে শেষ করে ঢাকায় ফিরে আসার ইচ্ছা ছিল।’আইফোন জিতে ক্লিক করুন 
কিন্তু এখন তো আর কাজের প্রশ্নই আসে না, সেই কবে থেকেই তো জয়া আহসান আছেন ঢাকায়, তাঁর নিজ বাড়িতে, পরিবারের সঙ্গে। পয়লা বৈশাখে তাই আলাদা ছুটি বলে কিছু নেই। সবার মতো, সবার নিরাপত্তার জন্য নববর্ষেও জয়া বাড়িতে থাকছেন, পরিবারের সঙ্গেই দিনটি উদ্যাপন করতে যাচ্ছেন।
জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন নতুন বছরের নতুন প্রত্যাশার কথা জানতে চাইলে জয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘এসো হে বৈশাখ’ গানের কয়েকটি লাইন। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই হলো নতুন বাংলা বছরের কাছে অভিনেত্রী জয়া আহসানের প্রত্যাশা। তাঁর কাছে এখন এই বৈশাখে রবিঠাকুরের এই গানের প্রতিটা পঙ্ক্তি ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এখন সময় আমাদের মনোবল শক্ত করার।আইফোন জিতে ক্লিক করুন আমরা তো বরাবরই যোদ্ধা জাতি। সব ধরনের প্রতিকূলতায় আমরা সংগ্রাম করে টিকে থাকতে জানি। এবারও আগামী দিনের সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ঘরে বসে সেই প্রস্তুতি নিতে হবে। এই সংকট আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। নতুন বছরে সব নতুন করে শুরুর প্রত্যাশা করছি। আশা করছি, আমরা যেন সবাই সামনের দিনগুলোয় আরও মানবিক হই।আইফোন জিতে ক্লিক করুন শুধু নিজের আর শুধু পরিবার নয়, আমরা যেন পৃথিবীর প্রত্যেক মানুষ, প্রতিটি জীবের প্রতি হই মানবিক।’

ঘুঙুরের ঝংকারে বার্তা

রাসেল মাহ্‌মুদ, ঢাকাঘরবন্দীর এই সময়টায় বসে নেই নৃত্যশিল্পীরা। নাচ দিয়ে তাঁরা তুলে ধরছেন এই সময়কে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁদের সেই সৃষ্টি ছুঁয়ে যাচ্ছে সবার মন। বাড়িতে থেকেও শিল্পীরা নাচের মাধ্যমে মানুষকে সচেতন করে যাচ্ছেন। সে রকম তিনটি ভিডিও বেশ সমাদৃত হয়েছে অনলাইনে। এমনকি ফেসবুক থেকে সেসব উঠে এসেছে টেলিভিশনের পর্দাতেও।
একসঙ্গে নাচ করেন প্রেমা ও তাঁর মেয়ে রাইএকসঙ্গে নাচ করেন প্রেমা ও তাঁর মেয়ে রাইসামিনা হোসেন প্রেমা
কিছুই করতে হবে না, এমন এক অবকাশ চেয়েছিলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। চেয়েছিলেন কেবল ঘরে বসে নিরবচ্ছিন্ন সময় কাটাবেন। কিন্তু জীবনে এমন বিপর্যয়কর অবসর আসবে তা কখনো ভাবেননি। ছয় বছরের মেয়ে রাইকে বোঝাচ্ছিলেন করোনাভাইরাসের ভয়াবহতার কথা। এ নিয়ে মানুষকে সচেতন করতে তখন প্রকাশিত হয় ‘আবার এসেছে উত্তাল মার্চ’ নামের একটি গান। তখনই তাঁর মাথায় আসে নাচের মাধ্যমে এই সময়কে তুলে ধরার ভাবনা।

গানটির সঙ্গে একটি চমৎকার নাচ করে ফেলেন প্রেমা। তাঁর সঙ্গে যোগ দেয় ছোট্ট রাই। ফেসবুকে ১১ এপ্রিল মা-মেয়ের নাচের সেই ভিডিও প্রকাশিত হলে তা বেশ সমাদর কুড়ায়। নাচের ভঙ্গিতেই বার্তা দেওয়া হয় সামাজিক দূরত্ব বজায় রাখার, নাক-মুখ আড়াল করে হাঁচি দেওয়ার আর হাত ধোয়ার। প্রেমা বলেন, ‘নাচ আমাদের ভাষা। যেকোনো পরিস্থিতিতে সেই ভাষার মাধ্যমেই আমরা এগিয়ে আসি। এই দুঃসময়েও সেটা করলাম।’
মনীপুরি বোলে নেচেছেন ওয়ার্দামনীপুরি বোলে নেচেছেন ওয়ার্দাওয়ার্দা রিহাব
মণিপুরি বোলের সঙ্গে নাক-মুখ ঢাকা, হাত ধোয়া ও দূরত্ব রেখে চলার বার্তা দিয়েছেন শিল্পী ওয়ার্দা রিহাব। ভারত ও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে তাঁর নাচের সেই ভিডিও দারুণভাবে গৃহীত হয়েছে। তাঁর গুরুবোন বিম্বাবতী দেবীর আহ্বানে সাড়া দিয়ে করোনা–সতর্কতা নিয়ে তিনি ভিডিওটি তৈরি করেছিলেন। ওয়ার্দা বলেন, ‘আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, নাচের মাধ্যমে সেটাই তুলে ধরেছি। মণিপুরি নৃত্য আঙ্গিক অনেক নৃত্যশিল্পীরাও বুঝবে না। কিন্তু আমি এটাকে করেছি খুব সহজ করে, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে।’ সাধারণ দর্শকের পাশাপাশি ওয়ার্দার এ ভিডিও শেয়ার করছে গুরুত্বপূর্ণ সব দেশি-বিদেশি সংস্থা। ৬ এপ্রিল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
‘আকাশভরা সূর্য–তারা’ গানে নেচেছেন র‌্যাচেল‘আকাশভরা সূর্য–তারা’ গানে নেচেছেন র‌্যাচেলর‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস
ঘরে থাকার বিষয়টি কঠোর হয়ে ওঠার আগেই গত ২৬ মার্চ যন্ত্রসংগীতের সঙ্গে একটি নাচ করে ফেসবুকে প্রকাশ করেছিলেন গৌড়ীয় নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। ভীষণ প্রশংসা কুড়ায় সেটি।
সেই ভিডিওতে রয়েছে র‌্যাচেলের গুরু মহুয়া মুখোপাধ্যায়ের ছেলে অয়ন মুখোপাধ্যায়ের সেতারবাদন। সেতারে তুলেছিলেন ‘আকাশ ভরা সূর্য-তারা’ গানটির সুর। র‌্যাচেল বলেন, ‘শিগগির আবার আমরা আকাশ ভরা সূর্য-তারা দেখব, সেই প্রত্যয়ে বাড়িতে থাকার আহ্বান জানাতে আমি এ নাচটি করেছি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ঘরে বসেও যে অনেক কিছু করা যায়, সেটাও বোঝাতে চেয়েছি।’ র‌্যাচেলের নাচের আলোর ব্যবস্থাপনা ও ভিডিও করেছেন তাঁর বর নির্মাতা আরিক আনাম খান।

দেশে প্রতি ১০ লাখে ৮০ জনের করোনা পরীক্ষা

সামছুর রহমান, ঢাকা

এক দিনে করোনায় প্রাণহানি ১০, নতুন শনাক্ত ৩৪১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১ জন।
দেশে করোনায় এক দিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৬০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন।আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। এর মধ্যে ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়।ব্রিফিংয়ে বলা হয়, যে ১০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ সাতজন। আর নারী তিনজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরের।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

অনুদান বন্ধের ঘোষণা দুঃখজনক, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: "হু" মহাপরিচালক

তেদরোস আধানোম গেব্রিয়াসুসবিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়াসুসের। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।’ সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বকে এক হতে বলেন।

তেদরোস আধানম বলেন, তাঁর সংস্থা এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে সম্পর্কের কোনো খুঁত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে, সম্পর্কের গলদগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করে যাচ্ছে। তবে এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। এখন সময় বিশ্ববাসীকে এক হয়ে করোনা মহামারির বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি এ ভাইরাসকে ভয়ংকর শক্র বলে অভিহিত করেন।


এর আগে বুধবারই বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। জাতিসংঘের এই সংস্থাটিকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে তিনি আগেই হুমকি দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অন্যতম প্রাদুর্ভাব কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার সবাইকে টপকে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। করোনার মুখে দেশটির অবস্থা অনেকটা হযবরল। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘লক্ষ্যবস্তু’ করেন। ট্রাম্পের অভিযোগ, করোনা পরিস্থিতিতে ডব্লিউএইচও তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি এই সংস্থার বিরুদ্ধে ভাইরাসটির বিস্তার রোধে অব্যবস্থাপনা ও লুকোচুরির অভিযোগ আনেন। এ জন্য ডব্লিউএইচওকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে ট্রাম্প তাঁর ঘোষণায় বলেন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছি। তার আগ পর্যন্ত সংস্থাটিতে তহবিল বন্ধ করার নির্দেশ প্রশাসনকে দিয়েছি।’ এর আগে গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোনো কারণে ডব্লিউএইচও খুব চীনকেন্দ্রিক।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুসেরও ওপর চটে আছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট তাঁর নিজের ব্যর্থতা ঢাকতে ডব্লিউএইচওকে বলির পাঁঠা বানাচ্ছেন। এটা সত্য, ডব্লিউএইচওর সবচেয়ে বড় একক তহবিলদাতা যুক্তরাষ্ট্র। গত বছর ৪০ কোটি ডলার দিয়েছে দেশটি। যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।
ডব্লিউএইচওর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে তহবিলে চীনের নির্ধারিত অবদান ৭ কোটি ৬০ লাখ ডলার। এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল ছিল ১ কোটি ডলার। গত মার্চে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের কাজ শুরু করে ডব্লিউএইচও। এ ছাড়া ১ বিলিয়ন ডলারের একটি নতুন আবেদন করার পরিকল্পনা আছে সংস্থাটির।

বিশ্বে করোনা শনাক্ত রোগী ২০ লাখ ছাড়িয়েছে, শেষ ১৩ দিনে শনাক্ত ১০ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত লোকের সংখ্যা ২০ লাখ ছাড়াল। এর মধ্যে প্রথম তিন মাসে হয়েছে ১০ লাখ। আর গত ১৩ দিনে হয়েছে বাকি ১০ লাখ। এ সময়ে গড়ে প্রতিদিন শনাক্ত হয়েছে প্রায় ৭৭ হাজার। ৪ এপ্রিল সর্বোচ্চ এক লাখের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। আর সর্বশেষ ১০ এপ্রিল শনাক্ত হয় ৯৬ হাজারের বেশি। এরপর থেকে গত কয়েক দিন আগের চেয়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে।
ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে শুরু হলেও জানুয়ারির শেষে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে মহামারি করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। তিন মাসের মাথায় ২ এপ্রিল ১০ লাখ ছাড়ায় করোনা শনাক্ত। এরপর ব্যাপক হারে বাড়তে থাকে করোনা শনাক্তের সংখ্যা। এ সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে।
আজ বুধবার সাড়ে আটটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। এতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯৮৪। আর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৭১ জন।

বিশ্বজুড়ে করোনা শনাক্তের গতিবিধি বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতে করোনা শনাক্তে চীন এগিয়ে থাকলেও ধীরে ধীরে প্রাদুর্ভাবের কেন্দ্রে চলে আসে ইউরোপ। ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশ বিপর্যস্ত হয়ে পড়ে করোনা মোকাবিলায়। তবে এপ্রিলে সব ছাপিয়ে শীর্ষে চলে আসে উত্তর আমেরিকার শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। এখন এ দেশটিতেই করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৯ হাজার ৬৯৬ জনের। আর দেশটিতে করোনায় প্রাণহানি ২৬ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি দেশ ইউরোপের। এর মধ্যে স্পেনে শনাক্ত ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন ও মৃত্যু ১৮ হাজার ৫৭৯ জন, ইতালিতে শনাক্ত ১ লাখ ৬২ হাজার ৪৮৮ ও মৃত্যু ২১ হাজার ৬৭ জন, জার্মানিতে শনাক্ত ১ লাখ ৩২ হাজার ৩২১ ও মৃত্যু ৩ হাজার ৫০২ জন, ফ্রান্সে শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৩৬২ ও মৃত্যু ১৫ হাজার ৭৫০ জন, যুক্তরাজ্যে শনাক্ত ৯৪ হাজার ৮৫২ ও মৃত্যু ১২ হাজার ১৩১ জন।
এর পরের তিনটি দেশ এশিয়ার চীন, ইরান ও তুরস্ক। এর মধ্যে চীনে নতুন শনাক্তের হার এখন অনেক কম। ১৫ এপ্রিল পর্যন্ত চীনে করোনা শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৩৫৫ জনের ও মারা গেছে ৩ হাজার ৩৪৬ জন। দেশটিতে ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছে ৭৮ হাজারের বেশি করোনা রোগী। আর ইরান ও তুরস্কে এখনো বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ইরানে শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৩৮৯ ও মারা গেছে ৪ হাজার ৭৭৭ জন এবং তুরস্কে শনাক্ত ৬৫ হাজার ১১১ ও মারা গেছে ১ হাজার ৪০৩ জন।
সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে ৫ লাখ ১ হাজার ২০৬ জন সুস্থ হয়েছে। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৩০৭ জন। এরপর সবচেয়ে বেশি সুস্থ হয়েছে জার্মানিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ৭২ হাজার ৬০০ জন। আর যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে ৪৯ হাজার ৯৩৩ জন, স্পেনে ৭০ হাজার ৮৫৩ জন, ইতালিতে ৩৭ হাজার ১৩০ জন, ফ্রান্সে ২৯ হাজার ১২১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বলছে, চার দিন ধরে টানা করোনা শনাক্ত বাড়ছে বাংলাদেশে। এ সময়ে পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন। এর মধ্যে আজ সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর সুস্থ হয়েছে ৪৯ জন।