Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Thursday 16 April 2020

ফের অভিযোগ উর্বশী রাউতের বিরুদ্ধে

কিছদিন আগেই একজন মার্কিন লেখকের কাছ থেকে ‘প্যারাসাইট’ ছবির রিভিউ হুবহু টুকে দেওয়ার অভিযোগ উঠেছিল উর্বশী রাউতেলার বিরুদ্ধে। এবার তিনি সিদ্ধার্থ মালহোত্রার টুইট নকল করলেন। আর এ নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে অভিনেত্রীকে ঘিরে। তবে এবার ‘হুবহু’ কপি-পেস্টের অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে। সিদ্ধার্থের  টুইট নকল করলেও তার মধ্যে নিজের মতো কয়েকটি শব্দ যোগ করেছেন তিনি। বাদও দিয়েছেন কয়েকটি শব্দ। ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। লকডাউন যাতে ঠিকভাবে মেনে চলা হয়, তা দেখতে দিনরাত এক করে মুম্বইয়ের রাস্তায় নজরদারি চালাচ্ছে পুলিশ।
মোকাবিলায় যেভাবে চিকিৎসকদের পাশাপাশি পুলিশেরাও ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই সাধুবাদ জানানোর মতো। লকডাউনের জেরে মায়ানগরীর রাজপথও শুনশান। জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় দেখা নেই কোনো গাড়ির। উর্দিতে শহরজুড়ে মোতায়েন রয়েছেন হাজারো পুলিশ। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। গোটা শহর যখন সচেতনতার চাদরে মুড়েছে তখন তাদের কিন্তু ছুটি নেই। বিরাম নেই। কর্তব্যে অবিচল। কখনো কোনো রোগিকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তো আবার কখনো বা কোনো সার্জেন্টকে দেখা যাচ্ছে অভুক্তদের মুখে খাবার তুলে দিতে।
দেশের স্বার্থে, দশের স্বার্থে উদয়াস্ত কর্তব্যে অবিচল থাকা সেই পুলিশদেরই অভিনবভাবে কুর্নিশ জানালেন বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রাও। টুইটারে তিনি লিখেছেন, ‘এই সময়টা মুম্বইয়ের পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর সময়। তারা তাদের পরিবারকে বাড়িতে রেখে আমাদের সুরক্ষার জন্য নিরলস পরিশ্রম করছেন। আপনারা সত্যিই হিরো। ধন্যবাদ মুম্বই পুলিশ।’ সিদ্ধাথের এই টুইটই নকল করে বিতর্কে পড়লেন উর্বশী রাউতেলা।



তমা মির্জাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে গতকাল বুধবার জরিমানা গুনতে হলো চিত্রনায়িকা তমা মির্জাকে। সন্ধ্যার পর বের হওয়ার কারণে তাকে এ জরিমানা দিতে হয়। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে  এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মুখে মাস্কও ছিল না। 
এদিন শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। মাস্ক না পরায় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।আইফোন জিতেতে ক্লিক করুন  
জানা যায়, একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে জরিমানা করেন। বিষয়টি নিয়ে তমা মির্জা বলেন, একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল।সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ করে ছয়টার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়।
দেরির কারণসহ এটিও বলি, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার যেকোনও শাস্তি মেনে নেব। তারা আমাকে বেশ সহযোগিতাও করেন। এদিকে গাড়ি থেকে নামার সময় মাস্ক ছিল না তমার মুখে। আদালতের তরফ থেকে একটি মাস্ক উপহার দেওয়া হয় নায়িকাকে। 
আইফোন জিতেতে ক্লিক করুন তমা জানায়, মাস্ক ও গ্লাভস গাড়িতে ছিল। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছি। প্রসঙ্গত, নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি।

১৩৭০০ পাউন্ড নাহলে সেক্স টেপ ফাঁস ........

১৩৭০০ পাউন্ড দাও। নাহলে তোমার সেক্স টেপ ফাঁস করে দেবো। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের তারকা জুলিয়েনা গোডার্ডকে এমন ব্লাকমেইল করার হুমকি দিয়েছেন ফিটনেস মডেল হেনচা ভোইগত (৩১)। আইফোন জিতেতে ক্লিক করুন এ জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। মডেল হেনচা ভোইগত হলেন প্রিমিয়ার লীগ তারকা সার্জি অঁরির (২৬) প্রেমিকা। ২ কোটি ৩০ লাখ পাউন্ডের টটেনহ্যাম ডিফেন্ডার অঁরির সঙ্গে প্রেমের পরিণতিতে তাদের রয়েছে একটি সন্তান। আইফোন জিতেতে ক্লিক করুন সেই মডেল হেনচা ভোইগতকে এবার এই মাসেই যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।  লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ জানাচ্ছে, মডেল হেনচা ভোইগতর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি তার সাবেক প্রেমিক ওসেলে ভিক্টরের (৩৫) সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছেন এবং গোডার্ডকে (২৮) ব্লাকমেইল করছেন।  উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মডেল হেনচা ভোইগতর রয়েছেন ৫ লাখ ৫০ হাজার অনুসারী।আইফোন জিতেতে ক্লিক করুন 
সেখানে তিনি পরিচিত ‘ইয়েসজুলজ’ নামে। যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো ওয়াগস মিয়ামিতে তিনি অল্প সময়ের জন্য অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে যৌনতা ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাতে বলা হয়েছে, মডেল হেনচা ভোইগতের হাতে গোডার্ডের এক্স-রেটেড অনেক ছবিও আছে। তিনি তার সেক্স টেপ প্রকাশ করে দিতে চান। তার হাতে যে সেক্স টেপ আছে তার প্রমাণ হিসেবে তিনি গোডার্ডের সহকারীর কাছে বেশ কিছু এক্স-রেটেড বা রগরগে ছবি পাঠিয়েছেন।আইফোন জিতেতে ক্লিক করুন 

আইফোন জিতেতে ক্লিক করুন এ নিয়ে তদন্তে নেমেছে মিয়ামি বিচ পুলিশ। তারা যেসব অভিযোগ এনেছে তাতে দেখা গেছে, ওই সেক্স টেপ থেকে মুক্তি পেতে গোডার্ডের কাছে ১৮০০০ ডলার বা ১৩৭০০ পাউন্ড দাবি করেছেন মডেল হেনচা ভোইগত ও তার সাবেক প্রেমিক ভিক্টর। অর্থ পরিশোদের জন্য গোডার্ডকে সময় দেয়া হয়েছিল ২৪ ঘন্টা।
এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন গোডার্ড। এক পর্যায়ে তিনি মডেল হেনচা ভোইগত ও তার প্রেমিক ভিক্টরের সঙ্গে একটি ভুয়া বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে অংশ নিতে তারা দু’জন উপস্থিত হন একই গাড়িতে। তাতে বসা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। এর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। মডেল হেনচা ভোইগত বলেছেন, তিনি গোডার্ডকে শুধুই সাহায্য করতে চাইছিলেন। কারণ একবার তার একটি সেক্স টেপ ফাঁস হয়ে গেছে।আইফোন জিতেতে ক্লিক করুন 
এ অবস্থায় এফবিআইয়ের সহায়তায় মডেল হেনচা ভোইগতের মোবাইল ফোন ক্র্যাক করে কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখতে পান তার ও ভিক্টরের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা হয়েছে তা মুছে দেয়ার চেষ্টা করেছেন মডেল হেনচা ভোইগত।আইফোন জিতেতে ক্লিক করুন 
ওদিকে তাদেরকে গ্রেপ্তারের পর পরই অনলাইনে ফাঁস হয়ে যায় মডেল হেনচা ভোইগতের সেক্স টেপ। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইভরিকোটের অঁরিকে আটক করে পুলিশ। এ ঘটনা ঘটে যে রাতে তার দল ম্যান ইউনাইটেডকে পরাজিত করে তার আগের রাতে। ওই ম্যাচে এ কারণে খেলতে পারেন নি অঁরি। তিনি মডেল হেনচা ভোইগতের সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করেন হার্টফোর্ডশায়ারে।আইফোন জিতেতে ক্লিক করুন  তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তাকে কোনো অভিযোগ ছাড়াই পরে ছেড়ে দেয়া হয়।

ভুয়া লন্ডনী কইন্যাই তার পেশা


প্রতারনার ‘ষোলকলা’ পূর্ণ করে কারান্তরীণ হলেন সিলেটের শিউলি আক্তার। শিউলীকে এক নামেই চিনে সিলেটের মানুষ। অতীতে নানা বিতর্কের আলোচিত হয়েছেন তিনি। জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক। সিলেটের গার্ডেন টাওয়ারের বাসিন্দা তিনি। ভুয়া লন্ডনী কইন্যা সেজে প্রতারনা করাই ছিলো তার পেশা। প্রতারক চক্রও রয়েছে। জগন্নাথপুরে ভুয়া কনে সেজে প্রতারনা করতে গিয়ে ধরা পড়েছেন তিনি।আইফোন জিতে ক্লিক করুন 

প্রতারনার শিকার তার এক স্বামী আরেক স্বামীর ঘর থেকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। দিয়েছেন থানায় মামলাও। সেই মামলায় রোববার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।আইফোন জিতে ক্লিক করুন 
গ্রেপ্তারকৃত শিউলী আক্তার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুমনা আক্তার ছাতকের দোহালিয়ার মৃত কাচা মিয়ার মেয়ে ও সীমা আক্তার নবীগঞ্জে ঘুলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে। জগন্নাথপুরের আশরাফুল রহমান নামের একজনের মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আইফোন জিতে ক্লিক করুন 

পুলিশ জানায়- শিউলীর একটি প্রতারক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা শিউলীকে ভুয়া লন্ডনী কইন্যা সাজিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দেয়। তেমনি এক প্রতারক ওসমানীনগরের করনসী গ্রামের রহিমদ উল্লাহ। গত ফেব্রæয়ারি মাসে রহিম উল্লাহ লন্ডনী কইন্যা সন্ধান দেওয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার লোহারগাও গ্রামের আশরাফুল ইসলামকে সিলেট শহরে নিয়ে আসে। সেখানে শিউলীকে লন্ডনী কইন্যা সাজিয়ে কনে দেখান।আইফোন জিতে ক্লিক করুন .
 শিউলীকে পছন্দ হয় আশরাফুলের। এরপর গত ১০ই ফেব্রæয়ারি শিউলী নগদ ৫ লাখ টাকা কাবিন ও ৭ ভরি স্বর্নালঙ্কার গ্রহন করে আশরাফুলকে বিয়ে করেন। বিয়ের পর তিনি চলে যান আশরাফুলের সঙ্গে তার গ্রামের বাড়ি জগন্নাথপুরে। সেখানে স্বামী-স্ত্রীর মতো তারা বসবাস করেন। বিয়ের কিছু দিনের মাথায় শশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আশরাফুলকে জানিয়ে দেন- ‘তার আর সর্ম্পক নেই। এখানেই শেষ।’ এর মোবাইল বন্ধ করে দেয়।আইফোন জিতে ক্লিক করুন 
এদিকে- কয়েক দিন আগে শিউলী আশরাফুলের মতো জগন্নাথপুরের আশারকান্দির পাইকপাড়া গ্রামের কামরুল ইসলাম নামের আরেক জনকে বিয়ে করেন। বিয়ের পর শিউলী কামরুলের সঙ্গে তার বাড়িতে বসবাস করছিলো। বিষয়টি জানতে পারেন পূর্বে প্রতারনার শিকার হওয়া আশরাফুল। তিনি জগন্নাথপুর থানায় এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলের বাড়ি থেকে শিউলী ও তার সঙ্গে থাকা দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে। আইফোন জিতে ক্লিক করুন 
জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে ভুয়া লন্ডনী কইন্যা শিউলী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয় দেওয়া হয়েছে।আইফোন জিতে ক্লিক করুন 

Europe COVID-19 cases almost at 1 million, coming weeks ‘critical’: WHO

কথা ছিল ব্যস্ত থাকবেন জয়া

দিনগুলোয় আরও মানবিক হই– জয়া

জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন এ সময়ে কথা ছিল, জয়া আহসান ব্যস্ত থাকবেন ভারতীয় নির্মাতা মানস মুকুল পাল পরিচালিত সিনেমার কাজে। ঝটপট সেই কাজ শেষ করে বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য কলকাতা থেকে ঢাকায় ফিরে আসার কথা ছিল তাঁর। করোনাকাল–পূর্ববর্তী পরিকল্পনাগুলোর কথা মনে করে জয়া বলছিলেন, ‘আমি সব গুছিয়ে রেখেছিলাম। পয়লা বৈশাখের সময়টাতে আমি কোনো কাজ রাখি না। এবারও সব কাজ পয়লা বৈশাখের আগে শেষ করে ঢাকায় ফিরে আসার ইচ্ছা ছিল।’আইফোন জিতে ক্লিক করুন 
কিন্তু এখন তো আর কাজের প্রশ্নই আসে না, সেই কবে থেকেই তো জয়া আহসান আছেন ঢাকায়, তাঁর নিজ বাড়িতে, পরিবারের সঙ্গে। পয়লা বৈশাখে তাই আলাদা ছুটি বলে কিছু নেই। সবার মতো, সবার নিরাপত্তার জন্য নববর্ষেও জয়া বাড়িতে থাকছেন, পরিবারের সঙ্গেই দিনটি উদ্যাপন করতে যাচ্ছেন।
জয়া আহসান। ছবি: প্রথম আলোজয়া আহসান। ছবি: প্রথম আলো আইফোন জিতে ক্লিক করুন নতুন বছরের নতুন প্রত্যাশার কথা জানতে চাইলে জয়া বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘এসো হে বৈশাখ’ গানের কয়েকটি লাইন। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই হলো নতুন বাংলা বছরের কাছে অভিনেত্রী জয়া আহসানের প্রত্যাশা। তাঁর কাছে এখন এই বৈশাখে রবিঠাকুরের এই গানের প্রতিটা পঙ্ক্তি ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘এখন সময় আমাদের মনোবল শক্ত করার।আইফোন জিতে ক্লিক করুন আমরা তো বরাবরই যোদ্ধা জাতি। সব ধরনের প্রতিকূলতায় আমরা সংগ্রাম করে টিকে থাকতে জানি। এবারও আগামী দিনের সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। ঘরে বসে সেই প্রস্তুতি নিতে হবে। এই সংকট আমাদের অনেক কিছু শিখিয়ে যাচ্ছে। নতুন বছরে সব নতুন করে শুরুর প্রত্যাশা করছি। আশা করছি, আমরা যেন সবাই সামনের দিনগুলোয় আরও মানবিক হই।আইফোন জিতে ক্লিক করুন শুধু নিজের আর শুধু পরিবার নয়, আমরা যেন পৃথিবীর প্রত্যেক মানুষ, প্রতিটি জীবের প্রতি হই মানবিক।’

ঘুঙুরের ঝংকারে বার্তা

রাসেল মাহ্‌মুদ, ঢাকাঘরবন্দীর এই সময়টায় বসে নেই নৃত্যশিল্পীরা। নাচ দিয়ে তাঁরা তুলে ধরছেন এই সময়কে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁদের সেই সৃষ্টি ছুঁয়ে যাচ্ছে সবার মন। বাড়িতে থেকেও শিল্পীরা নাচের মাধ্যমে মানুষকে সচেতন করে যাচ্ছেন। সে রকম তিনটি ভিডিও বেশ সমাদৃত হয়েছে অনলাইনে। এমনকি ফেসবুক থেকে সেসব উঠে এসেছে টেলিভিশনের পর্দাতেও।
একসঙ্গে নাচ করেন প্রেমা ও তাঁর মেয়ে রাইএকসঙ্গে নাচ করেন প্রেমা ও তাঁর মেয়ে রাইসামিনা হোসেন প্রেমা
কিছুই করতে হবে না, এমন এক অবকাশ চেয়েছিলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা। চেয়েছিলেন কেবল ঘরে বসে নিরবচ্ছিন্ন সময় কাটাবেন। কিন্তু জীবনে এমন বিপর্যয়কর অবসর আসবে তা কখনো ভাবেননি। ছয় বছরের মেয়ে রাইকে বোঝাচ্ছিলেন করোনাভাইরাসের ভয়াবহতার কথা। এ নিয়ে মানুষকে সচেতন করতে তখন প্রকাশিত হয় ‘আবার এসেছে উত্তাল মার্চ’ নামের একটি গান। তখনই তাঁর মাথায় আসে নাচের মাধ্যমে এই সময়কে তুলে ধরার ভাবনা।

গানটির সঙ্গে একটি চমৎকার নাচ করে ফেলেন প্রেমা। তাঁর সঙ্গে যোগ দেয় ছোট্ট রাই। ফেসবুকে ১১ এপ্রিল মা-মেয়ের নাচের সেই ভিডিও প্রকাশিত হলে তা বেশ সমাদর কুড়ায়। নাচের ভঙ্গিতেই বার্তা দেওয়া হয় সামাজিক দূরত্ব বজায় রাখার, নাক-মুখ আড়াল করে হাঁচি দেওয়ার আর হাত ধোয়ার। প্রেমা বলেন, ‘নাচ আমাদের ভাষা। যেকোনো পরিস্থিতিতে সেই ভাষার মাধ্যমেই আমরা এগিয়ে আসি। এই দুঃসময়েও সেটা করলাম।’
মনীপুরি বোলে নেচেছেন ওয়ার্দামনীপুরি বোলে নেচেছেন ওয়ার্দাওয়ার্দা রিহাব
মণিপুরি বোলের সঙ্গে নাক-মুখ ঢাকা, হাত ধোয়া ও দূরত্ব রেখে চলার বার্তা দিয়েছেন শিল্পী ওয়ার্দা রিহাব। ভারত ও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে তাঁর নাচের সেই ভিডিও দারুণভাবে গৃহীত হয়েছে। তাঁর গুরুবোন বিম্বাবতী দেবীর আহ্বানে সাড়া দিয়ে করোনা–সতর্কতা নিয়ে তিনি ভিডিওটি তৈরি করেছিলেন। ওয়ার্দা বলেন, ‘আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, নাচের মাধ্যমে সেটাই তুলে ধরেছি। মণিপুরি নৃত্য আঙ্গিক অনেক নৃত্যশিল্পীরাও বুঝবে না। কিন্তু আমি এটাকে করেছি খুব সহজ করে, যাতে সাধারণ মানুষও বুঝতে পারে।’ সাধারণ দর্শকের পাশাপাশি ওয়ার্দার এ ভিডিও শেয়ার করছে গুরুত্বপূর্ণ সব দেশি-বিদেশি সংস্থা। ৬ এপ্রিল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
‘আকাশভরা সূর্য–তারা’ গানে নেচেছেন র‌্যাচেল‘আকাশভরা সূর্য–তারা’ গানে নেচেছেন র‌্যাচেলর‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস
ঘরে থাকার বিষয়টি কঠোর হয়ে ওঠার আগেই গত ২৬ মার্চ যন্ত্রসংগীতের সঙ্গে একটি নাচ করে ফেসবুকে প্রকাশ করেছিলেন গৌড়ীয় নৃত্যশিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। ভীষণ প্রশংসা কুড়ায় সেটি।
সেই ভিডিওতে রয়েছে র‌্যাচেলের গুরু মহুয়া মুখোপাধ্যায়ের ছেলে অয়ন মুখোপাধ্যায়ের সেতারবাদন। সেতারে তুলেছিলেন ‘আকাশ ভরা সূর্য-তারা’ গানটির সুর। র‌্যাচেল বলেন, ‘শিগগির আবার আমরা আকাশ ভরা সূর্য-তারা দেখব, সেই প্রত্যয়ে বাড়িতে থাকার আহ্বান জানাতে আমি এ নাচটি করেছি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, ঘরে বসেও যে অনেক কিছু করা যায়, সেটাও বোঝাতে চেয়েছি।’ র‌্যাচেলের নাচের আলোর ব্যবস্থাপনা ও ভিডিও করেছেন তাঁর বর নির্মাতা আরিক আনাম খান।

দেশে প্রতি ১০ লাখে ৮০ জনের করোনা পরীক্ষা

সামছুর রহমান, ঢাকা

এক দিনে করোনায় প্রাণহানি ১০, নতুন শনাক্ত ৩৪১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১ জন।
দেশে করোনায় এক দিনে মৃত্যু ও শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৬০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৫৭২ জন।আজ বৃহস্পতিবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৩৫টি। এর মধ্যে ২ হাজার ১৯টি নমুনা পরীক্ষা করা হয়।ব্রিফিংয়ে বলা হয়, যে ১০ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ সাতজন। আর নারী তিনজন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনই ঢাকার। বাকিরা ঢাকার বাইরের।গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

অনুদান বন্ধের ঘোষণা দুঃখজনক, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: "হু" মহাপরিচালক

তেদরোস আধানোম গেব্রিয়াসুসবিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের ঘোষণাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়াসুসের। করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়। ডব্লিউএইচওর মহাপরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক চলমান থাকবে।’ সংবাদ সম্মেলনে তিনি করোনা মোকাবিলায় বিশ্বকে এক হতে বলেন।

তেদরোস আধানম বলেন, তাঁর সংস্থা এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে সম্পর্কের কোনো খুঁত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছে, সম্পর্কের গলদগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করে যাচ্ছে। তবে এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। এখন সময় বিশ্ববাসীকে এক হয়ে করোনা মহামারির বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি এ ভাইরাসকে ভয়ংকর শক্র বলে অভিহিত করেন।


এর আগে বুধবারই বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। জাতিসংঘের এই সংস্থাটিকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে তিনি আগেই হুমকি দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অন্যতম প্রাদুর্ভাব কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার সবাইকে টপকে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। করোনার মুখে দেশটির অবস্থা অনেকটা হযবরল। এমন প্রেক্ষাপটে ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘লক্ষ্যবস্তু’ করেন। ট্রাম্পের অভিযোগ, করোনা পরিস্থিতিতে ডব্লিউএইচও তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি এই সংস্থার বিরুদ্ধে ভাইরাসটির বিস্তার রোধে অব্যবস্থাপনা ও লুকোচুরির অভিযোগ আনেন। এ জন্য ডব্লিউএইচওকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে ট্রাম্প তাঁর ঘোষণায় বলেন।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা যাচাই করে দেখার নির্দেশ দিয়েছি। তার আগ পর্যন্ত সংস্থাটিতে তহবিল বন্ধ করার নির্দেশ প্রশাসনকে দিয়েছি।’ এর আগে গত সপ্তাহে ট্রাম্প অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ দেয় ডব্লিউএইচওকে। কিন্তু কোনো কারণে ডব্লিউএইচও খুব চীনকেন্দ্রিক।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রিয়াসুসেরও ওপর চটে আছে ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, করোনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট তাঁর নিজের ব্যর্থতা ঢাকতে ডব্লিউএইচওকে বলির পাঁঠা বানাচ্ছেন। এটা সত্য, ডব্লিউএইচওর সবচেয়ে বড় একক তহবিলদাতা যুক্তরাষ্ট্র। গত বছর ৪০ কোটি ডলার দিয়েছে দেশটি। যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।
ডব্লিউএইচওর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে তহবিলে চীনের নির্ধারিত অবদান ৭ কোটি ৬০ লাখ ডলার। এ ছাড়া স্বেচ্ছাসেবী তহবিল ছিল ১ কোটি ডলার। গত মার্চে এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৬৭ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের কাজ শুরু করে ডব্লিউএইচও। এ ছাড়া ১ বিলিয়ন ডলারের একটি নতুন আবেদন করার পরিকল্পনা আছে সংস্থাটির।

বিশ্বে করোনা শনাক্ত রোগী ২০ লাখ ছাড়িয়েছে, শেষ ১৩ দিনে শনাক্ত ১০ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্ত লোকের সংখ্যা ২০ লাখ ছাড়াল। এর মধ্যে প্রথম তিন মাসে হয়েছে ১০ লাখ। আর গত ১৩ দিনে হয়েছে বাকি ১০ লাখ। এ সময়ে গড়ে প্রতিদিন শনাক্ত হয়েছে প্রায় ৭৭ হাজার। ৪ এপ্রিল সর্বোচ্চ এক লাখের বেশি লোকের করোনা শনাক্ত হয়েছে। আর সর্বশেষ ১০ এপ্রিল শনাক্ত হয় ৯৬ হাজারের বেশি। এরপর থেকে গত কয়েক দিন আগের চেয়ে করোনা শনাক্তের সংখ্যা কমেছে।
ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে শুরু হলেও জানুয়ারির শেষে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে মহামারি করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। তিন মাসের মাথায় ২ এপ্রিল ১০ লাখ ছাড়ায় করোনা শনাক্ত। এরপর ব্যাপক হারে বাড়তে থাকে করোনা শনাক্তের সংখ্যা। এ সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে।
আজ বুধবার সাড়ে আটটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে। এতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯৮৪। আর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৭১ জন।

বিশ্বজুড়ে করোনা শনাক্তের গতিবিধি বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতে করোনা শনাক্তে চীন এগিয়ে থাকলেও ধীরে ধীরে প্রাদুর্ভাবের কেন্দ্রে চলে আসে ইউরোপ। ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্যের মতো দেশ বিপর্যস্ত হয়ে পড়ে করোনা মোকাবিলায়। তবে এপ্রিলে সব ছাপিয়ে শীর্ষে চলে আসে উত্তর আমেরিকার শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। এখন এ দেশটিতেই করোনা শনাক্ত ও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটি বলছে, যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৯ হাজার ৬৯৬ জনের। আর দেশটিতে করোনায় প্রাণহানি ২৬ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্ত হওয়া শীর্ষ পাঁচটি দেশ ইউরোপের। এর মধ্যে স্পেনে শনাক্ত ১ লাখ ৭৭ হাজার ৬৩৩ জন ও মৃত্যু ১৮ হাজার ৫৭৯ জন, ইতালিতে শনাক্ত ১ লাখ ৬২ হাজার ৪৮৮ ও মৃত্যু ২১ হাজার ৬৭ জন, জার্মানিতে শনাক্ত ১ লাখ ৩২ হাজার ৩২১ ও মৃত্যু ৩ হাজার ৫০২ জন, ফ্রান্সে শনাক্ত ১ লাখ ৩১ হাজার ৩৬২ ও মৃত্যু ১৫ হাজার ৭৫০ জন, যুক্তরাজ্যে শনাক্ত ৯৪ হাজার ৮৫২ ও মৃত্যু ১২ হাজার ১৩১ জন।
এর পরের তিনটি দেশ এশিয়ার চীন, ইরান ও তুরস্ক। এর মধ্যে চীনে নতুন শনাক্তের হার এখন অনেক কম। ১৫ এপ্রিল পর্যন্ত চীনে করোনা শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৩৫৫ জনের ও মারা গেছে ৩ হাজার ৩৪৬ জন। দেশটিতে ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছে ৭৮ হাজারের বেশি করোনা রোগী। আর ইরান ও তুরস্কে এখনো বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ইরানে শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৩৮৯ ও মারা গেছে ৪ হাজার ৭৭৭ জন এবং তুরস্কে শনাক্ত ৬৫ হাজার ১১১ ও মারা গেছে ১ হাজার ৪০৩ জন।
সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে ৫ লাখ ১ হাজার ২০৬ জন সুস্থ হয়েছে। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৩০৭ জন। এরপর সবচেয়ে বেশি সুস্থ হয়েছে জার্মানিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে ৭২ হাজার ৬০০ জন। আর যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছে ৪৯ হাজার ৯৩৩ জন, স্পেনে ৭০ হাজার ৮৫৩ জন, ইতালিতে ৩৭ হাজার ১৩০ জন, ফ্রান্সে ২৯ হাজার ১২১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য বলছে, চার দিন ধরে টানা করোনা শনাক্ত বাড়ছে বাংলাদেশে। এ সময়ে পরীক্ষার সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। বুধবার পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জন। এর মধ্যে আজ সর্বোচ্চ ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়া হয়। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এখন পর্যন্ত দেশে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর সুস্থ হয়েছে ৪৯ জন।

Monday 30 March 2020

BD Business Group Beside govt



করোনা ভাইরাস প্রতিরোধে সরকারকে সহযোগিতা
করতে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার চেক তুলে
দিয়েছে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ
এয়ার ফোর্স, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
অ্যাসোসিয়েশন, বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বসুন্ধরা গ্রুপ,
ওরিয়ন গ্রুপ, নাভানা গ্রুপ, কর্ণফুলী শিপ বিল্ডার্স,
আবুল খায়ের গ্রুপ, সামিট পাওয়ার লিমিটেড,
কনফিডেন্স পাওয়ার কোম্পানি লিমিটেড, দ্য ওয়েস্টিন
হোটেল, সিএমসি চায়না,লা মেরিডিয়ান, প্রিমিয়ার গ্রুপ,
ওয়ালটন গ্রুপ 

Wednesday 25 March 2020

বিকল্প জরুরি অবস্থা।। রেল,আকাশ ও নদীপথ বন্ধন।। 26 তারিখ থেকে বন্ধ সড়ক পথ

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আজ সন্ধ্যার পর থেকে ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার।রাজধানী ঢাকার সাথে সকল জেলায় চলাচলকারি ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ থাকবে । আগামী ২৬ মার্চ থেকে বাস চলাচল বন্ধ হবে । খবর সরকারি বার্তা সংস্থা বাস।
মঙ্গলবার দুপুরে রেলভবনে এক জরুরী সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেন, ‘ করোনা ভাইরাস সংক্রমন রোধে আজ সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় মালবাহী ও তেলবাহী ট্রেন সীমিত পরিসরে চলাচল করবে।’
এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভিডিও বার্তায় গণপরিবহন বন্ধের ঘোষণা দেন।
বার্তায় তিনি বলেন, দেশের মানুষ, যাত্রীসাধারণ, গাড়ির মালিক শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহনে এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনও যাত্রী পরিবহন করা যাবে না।
এছাড়াও করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করবে।
আজ মঙ্গলবার সচিবালয়স্থ অফিস থেকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় লঞ্চসহ যাত্রীবাহি নৌযান চলাচল করবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্য কার্গোর মাধ্যমে পরিবহন করা হবে। এ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় যান পারাপারের জন্য ফেরি সীমিত আকারে চলাচল করবে। ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষধাজ্ঞা থাকবে।
এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে আজ মধ্যরাত থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমানের সব ফ্লাইটও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বাসসকে বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

করোনার জরুরি তহবিলে 15 লাখ মার্কিন ডলার দিচ্ছে বাংলাদেশ


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড-১৯ জরুরি তহবিলে অনুদান দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় কোভিড-১৯ জরুরি তহবিল গঠন করা হয়। সোমবার এক টুইট বার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লাখ মার্কিন ডলার অর্থ দেয়ার ঘোষণা দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, আমাদের ঐক্য ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ জরুরি তহবিলে ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার ঘোষণার একদিন পর মোদি তার এ কৃতজ্ঞতা প্রকাশ করলেন। খবর বাসসের।
প্রাণঘাতি করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ১৬ হাজার ৫০০ লোকের মৃত্যু এবং তিন লাখ ৭৫ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।
সম্প্রতি সার্ক (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) নেতৃবৃন্দের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তহবিল গঠনের প্রস্তাব করেন।
ভারত ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় প্রাথমিকভাবে তহবিলে এক কোটি মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রোববার বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য সংকট মোকাবেলায় সার্ক সচিবালয় বরাবরে মৌখিকভাবে এই তহবিল অনুমোদন করেন।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্ক সচিবালয় ও ভারত সরকারের বরাবরে করোনা মোকাবেলায় বাংলাদেশের ১৫ লক্ষ মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি বিষয়ে নোট ভারবাল পাঠাবে।
মন্ত্রী বলেন, এখন এই তহবিলের অর্থ করোনা মোকাবেলায় ব্যয় করা হবে। কিন্তু পরে এ অঞ্চলের জনগণের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এ তহবিলের অর্থ খরচ করা হবে।
এদিকে এই তহবিলে নেপাল ও আফগানিস্তান প্রত্যেকে ১০ লাখ মার্কিন ডলার এবং মালদ্বীপ ও ভুটান যথাক্রমে দুই লাখ ও এক লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রধানমন্ত্রীর সাথে বোনের দেখার পর মিলছে খালেদা জিয়ার শর্তসাপেক্ষে মুক্তি

ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : পৃথক দূর্নীতি মামলায় দন্ডিত হয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ তাঁর গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান

তিনি জানান, কারাবন্দী বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশ যেতে পারবেন না।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সরকার ৪০১ ধারায় তার দন্ড স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নিয়েছে। আনিসুল হক বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ (১) ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হচ্ছে। তবে এই ছয় মাস তাকে নিজের বাসায় থাকতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষিতে তাঁকে বিদেশে পাঠানো মানে তাঁকে ‘সুইসাইডের’ মুখে ফেলা।
আইনমন্ত্রী বলেন, মানবিক কারণে খালেদা জিয়ার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তার সাজা স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে পারবেন।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে থাকলেও পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবিদ্যালয় হাসপাতালে রাখা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নেয়।

Wednesday 19 February 2020

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর নির্বাচন-২০২০

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত (মহিলাকাউন্সিলর নির্বাচন-২০২০
ওয়ার্ড নং সৈয়দা কাশপিয়া নাহরিন বর্তমান কাউন্সিল    ০১৭২০৬০১০৮৬
ওয়ার্ড নং জোবাইরা নার্গিস খান বর্তমান কাউন্সিলর   ০১৭১৬১৪৭৮৮৮
ওয়ার্ড নং   জোহরা বেগম    সভাপতি৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ             ০১৮২৬৬৭০৫৯৬
ওয়ার্ড নং১০  ১৩ তছলিমা বেগম (নুরজাহানসদস্যচট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ০১৮৩০-৭৭৬৬৫৫
ওয়ার্ড নং১৪১৫  ২১ শিউলি দে সদস্য২১নং ওয়ার্ড মহিলা লীগ ০১৮৪৯২৪৯১০৩
ওয়ার্ড নং১৭১৮  ১৯ শাহীন আকতার রোজী সদস্য১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগ   ০১৮১৩৫৭১৭৭৮
ওয়ার্ড নং১৬২০  ৩২ রুমকি সেনগুপ্ত মহিলা সম্পাদিকা৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ০১৮২৩৫৩২০৭৬
ওয়ার্ড নং২২৩০  ৩১ নীলু নাগ   বর্তমান কাউন্সিলর  ০১৮১৭২০৯১৭৯
ওয়ার্ড নং১২২৩  ২৪ মিসেস নুর আক্তার (প্রমা)  সদস্য২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ    ০১৮৬৭৬২৬৯৪০
ওয়ার্ড নং১১২৫  ২৬ হুরে আরা বেগম  শিল্প  বাণিজ্য বিষয়ক সম্পাদকচট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ  ০১৮১৮২০৫৩২৩
ওয়ার্ড নং২৮২৯  ৩৬ জিন্নাত আরা বেগম   মহিলা বিষয়ক সম্পাদিকা৩৬ নং ওয়ার্ড  নং ইউনিট আওয়ামী লীগ     ০১৮২৯৫৯৬৭৮৯
ওয়ার্ড নং২৭৩৭  ৩৮ আফরোজা জহুর (আফরোজা কালাম)    বর্তমান কাউন্সিলর  ০১৮১৯৯৪০৩৯২
ওয়ার্ড নং৩৩৩৪  ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী     বর্তমান কাউন্সিলর    ০১৮১৯৩৬০৪৫০
ওয়ার্ড নং৩৯৪০  ৪১   শাহানুর বেগম বর্তমান কাউন্সিলর   ০১৬১৫০৮৫১৮৬

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে 41 সাধারণ কাউন্সিল প্রার্থী ; আওয়ামী লীগ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সির পদে যাদের সমর্থন দিলো আওয়ামী লীগ।



ওয়ার্ড নং- ০১ (পাহাড়তলী) গাজী মোঃ শফিউল আজিম               সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ -০১৮১৬০৮৭৬৮৭
ওয়ার্ড নং- ০২ (জালালবাদ)                মোহাম্মদ ইব্রাহিম                 সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগ -০১৭১১২০৮৫৮০
ওয়ার্ড নং- ০৩ (পাঁচলাইশ) কফিল উদ্দিন খান               বর্তমান কাউন্সিলর -০১৮১৯৩১৩৫১৫
ওয়ার্ড নং- ০৪ (চান্দগাঁও) মোঃ সাইফুদ্দিন খালেদ -বর্তমান কাউন্সিলর যুগ্ম-আহ্বায়ক, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ     ০১৯১২-৪৯৭২০২
ওয়ার্ড নং- ০৫ (মোহরা) মোহাম্মদ কাজী নুরুল আমিন সাবেক তথ্য গবেষণা সম্পাদক, মহানগর ছাত্রলীগ     ০১৮১৯৩৩৩৪৮২
ওয়ার্ড নং- ০৬ (পূর্ব ষোলশহর) এম আশরাফুল আলম বর্তমান কাউন্সিলর সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ       ০১৬১৬৩৩৩৯৪২
ওয়ার্ড নং- ০৭ (পশ্চিম ষোলশহর)মোঃ মোবারক আলী                 বর্তমান কাউন্সিলর সাবেক ছাত্রলীগ নেতা  ০১৮১৯২৯৪২৫৫
ওয়ার্ড নং- ০৮ (শুলক বহর) মোঃ মোরশেদ আলম বর্তমান কাউন্সিলর সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ              ০১৮১৯৫২০০০৭
ওয়ার্ড নং- ০৯ (উত্তর পাহাড়তলী) নুরুল আবছার মিয়া               সভাপতি, পাহাড়তলী থানা আওয়ামী লীগ       ০১৮১৪৪৪২৬২৩
ওয়ার্ড নং- ১০ (উত্তর কাট্টলী) নিছার উদ্দিন আহমেদ বর্তমান কাউন্সিলর   সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ   ০১৭১১-৩১১৭৯৭
ওয়ার্ড নং- ১১ (দক্ষিণ কাট্টলী) মোঃ ইসমাইল সভাপতি, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগ              ০১৭১১৮৬৭৬৩১
ওয়ার্ড নং- ১২ (সরাইপাড়া) মোঃ নুরুল আমিন               আহ্বায়ক, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ               ০১৮১৯৩২১৯২৪
ওয়ার্ড নং- ১৩ (পাহাড়তলী) মোঃ ওয়াসিম উদ্দিন চৌধুরী সদস্য, আহ্বায়ক কমিটি, মহানগর যুবলীগ ০১৮২২৯০৩৪৬৬
ওয়ার্ড নং- ১৪ (লালখান বাজার) আবুল হাসনাত মোঃ বেলাল সদস্য, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ             ০১৭১১৭৪৯২৩০
ওয়ার্ড নং- ১৫ (বাগমনিরাম) মোহাম্মদ গিয়াস উদ্দিন বর্তমান কাউন্সিলর সভাপতি, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ          ০১৭১৫৩২১৮২০
ওয়ার্ড নং- ১৬ (চকবাজার) সাইয়েদ গোলাম হায়দার মিন্টু বর্তমান কাউন্সিলর উপদেষ্টা পরিষদ সদস্য, চকবাজার থানা আওয়ামী লীগ                 ০১৭১১১৬৪৪৪৭
ওয়ার্ড নং- ১৭ (পশ্চিম বাকলিয়া) মোহাম্মদ শহিদুল আলম উপ-প্রচার সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ -০১৮১৫৯৪৮৬৩৩
ওয়ার্ড নং- ১৮ (পূর্ব বাকলিয়া) মোহাম্মদ হারুন অর রশিদ বর্তমান কাউন্সিলর   সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ                 ০১৮১৯৩১৬৮৫৮
ওয়ার্ড নং- ১৯ (দক্ষিণ বাকলিয়া) মোঃ নূরুল আলম      সভাপতি, ১৯নং ওয়ার্ড যুবলীগ ০১৭৪১৭৪৪৫৫৭
ওয়ার্ড নং- ২০ (দেওয়ান বাজার) চৌধুরী হাসান মাহমুদ হাসনী    বর্তমান কাউন্সিলর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ                 ০১৮১৯৩১৫৯০৬
ওয়ার্ড নং- ২১ (জামালখান) শৈবাল দাশ সুমন                 বতর্মান কাউন্সিলর সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ -০১৯১১৮৮৫১৯৯
ওয়ার্ড নং- ২২ (এনায়েতবাজার) মোহাম্মদ সলিম উল্লাহ                বর্তমান কাউন্সিলর সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ                 ০১৮১৯৩২৭৬৯২
ওয়ার্ড নং- ২৩ (উত্তর পাঠানটুলি) মোহাম্মদ জাবেদ  বর্তমান কাউন্সিলর সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ            ০১৮১৯৩১৭৩০১
ওয়ার্ড নং- ২৪ (উত্তর আগ্রাবাদ) নাজমুল হক   বর্তমান কাউন্সিলর যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ         ০১৮১৯৩১২৮০৯
ওয়ার্ড নং- ২৫ (রামপুর) আব্দুস সবুর লিটন    যুগ্ম আহ্বায়ক, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ -০১৬১১২৮০০২৮
ওয়ার্ড নং- ২৬ (উত্তর হালিশহর) মোহাম্মদ হোসেন      ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ    ০১৭১১১৪৫১৬২
ওয়ার্ড নং- ২৭ (দক্ষিণ আগ্রাবাদ) মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ         ০১৭১৬৩৯৭২০২
ওয়ার্ড নং- ২৮ (পাঠানটুলি) নজরুল ইসলাম বাহাদুর    সভাপতি, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ -০১৭১১১২১৪১৭
ওয়ার্ড নং- ২৯ (পশ্চিম মাদারবাড়ী) গোলাম মোহাম্মদ জোবায়ের               বর্তমান কাউন্সিলর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ         ০১৭১১৩০৮০৮২
ওয়ার্ড নং- ৩০ (পূর্ব মাদারবাড়ী) আতাউল্লাহ চৌধুরী   যুগ্ম-সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগ -০১৭১১৩৮৬৬৪৫
ওয়ার্ড নং- ৩১ (আলকরণ) মোঃ আবদুস সালাম সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ           ০১৭১১৩০৫২১২
ওয়ার্ড নং- ৩২ (আন্দরকিল্লা) জহর লাল হাজারী বর্তমান কাউন্সিলর উপ-দপ্তর সম্পাদক, মহানগর আওয়ামী লীগ-০১৮১৫১০৬২৬৪
ওয়ার্ড নং- ৩৩ (ফিরিঙ্গী বাজার) মোহাম্মদ সালাহউদ্দিন             সাবেক সাধারণ সম্পাদক,  মহানগর ছাত্রলীগ ০১৭১১-১৫২০০৬
ওয়ার্ড নং- ৩৪ (পাথরঘাটা) পুলক খাস্তগীর     সদস্য, আহ্বায়ক কমিটি, ওয়ার্ড আওয়ামী লীগ ০১৯১৯৯৮০১২
ওয়ার্ড নং- ৩৫ (বক্সির হাট) হাজী নুরুল হক   উপদেষ্টা পরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ               ০১৮৫১৫৯০১৯৯
ওয়ার্ড নং- ৩৬ (গোসাইল ডাঙ্গা) হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী  বর্তমান কাউন্সিলর সভাপতি, মহানগর জাতীয় শ্রমিক লীগ    ০১৭১১৭৬২৩৯৯
ওয়ার্ড নং- ৩৭ (উঃ মঃ হালিশহর) মোঃ হোসেন মুরাদ   ভারপ্রাপ্ত সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ -০১৮১৯৩৯১৬১৯
ওয়ার্ড নং- ৩৮ (দঃ মঃ হালিশহর) গোলাম মোঃ চৌধুরী     বর্তমান কাউন্সিলর সদস্য, মহানগর আওয়ামী লীগ ০১৮১৯৩১৯৩৪৫
ওয়ার্ড নং- ৩৯ (দক্ষিণ হালিশহর) জিয়াউল হক সুমন    বর্তমান কাউন্সিলর সদস্য, ইপিজেড থানা আওয়ামী লীগ   ০১৭১১৭৪৯৩৮৮
ওয়ার্ড নং- ৪০ (উত্তর পতেঙ্গা) আবদুল বারেক     সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ    ০১৭১১৪৪৪৫৯৪
ওয়ার্ড নং- ৪১ (দক্ষিণ পতেঙ্গা) ছালেহ আহম্মদ চৌধুরী বর্তমান কাউন্সিলর  সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগ    ০১৮১৬১০৯১১২

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর নির্বাচন-২০২০
ওয়ার্ড নং- , , সৈয়দা কাশপিয়া নাহরিন বর্তমান কাউন্সিল    ০১৭২০৬০১০৮৬
ওয়ার্ড নং- , , জোবাইরা নার্গিস খান বর্তমান কাউন্সিলর   ০১৭১৬১৪৭৮৮৮
ওয়ার্ড নং- জোহরা বেগম    সভাপতি, ৪২নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ             ০১৮২৬৬৭০৫৯৬
ওয়ার্ড নং- , ১০ ১৩ তছলিমা বেগম (নুরজাহান) সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ০১৮৩০-৭৭৬৬৫৫
ওয়ার্ড নং- ১৪, ১৫ ২১ শিউলি দে সদস্য, ২১নং ওয়ার্ড মহিলা লীগ ০১৮৪৯২৪৯১০৩
ওয়ার্ড নং- ১৭, ১৮ ১৯ শাহীন আকতার রোজী সদস্য, ১৯ নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া মহিলা আওয়ামী লীগ   ০১৮১৩৫৭১৭৭৮
ওয়ার্ড নং- ১৬, ২০ ৩২ রুমকি সেনগুপ্ত মহিলা সম্পাদিকা, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ০১৮২৩৫৩২০৭৬
ওয়ার্ড নং- ২২, ৩০ ৩১ নীলু নাগ   বর্তমান কাউন্সিলর  ০১৮১৭২০৯১৭৯
ওয়ার্ড নং- ১২, ২৩ ২৪ মিসেস নুর আক্তার (প্রমা)  সদস্য, ২৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ    ০১৮৬৭৬২৬৯৪০
ওয়ার্ড নং- ১১, ২৫ ২৬ হুরে আরা বেগম  শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ  ০১৮১৮২০৫৩২৩
ওয়ার্ড নং- ২৮, ২৯ ৩৬ জিন্নাত আরা বেগম   মহিলা বিষয়ক সম্পাদিকা, ৩৬ নং ওয়ার্ড নং ইউনিট আওয়ামী লীগ     ০১৮২৯৫৯৬৭৮৯
ওয়ার্ড নং- ২৭, ৩৭ ৩৮ আফরোজা জহুর (আফরোজা কালাম)    বর্তমান কাউন্সিলর  ০১৮১৯৯৪০৩৯২
ওয়ার্ড নং- ৩৩, ৩৪ ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী     বর্তমান কাউন্সিলর    ০১৮১৯৩৬০৪৫০
ওয়ার্ড নং- ৩৯, ৪০ ৪১   শাহানুর বেগম বর্তমান কাউন্সিলর   ০১৬১৫০৮৫১৮৬