Wednesday, 31 December 2014

পিছিয়ে পড়া নিপুণ



সেরার দৌঁড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নিপুণ। এই বছর নিপুণের প্রথম সিনেমা ‘মায়ের মমতা’ মুখ থুবড়ে পড়েছে। ‘আই ডোন্ট কেয়ার’ সিনেমাতে হাজির হন নায়ক বাপ্পীর বড়বোন হিসেবে। বছর শেষে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘একাত্তরের মা জননী’র কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে তাকে। সরকারি অনুদানের সিনেমাটি নিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন গ্লিটজকে।  এবছর তিনি ব্যস্ত ছিলেন ‘মায়ানগর’ এবং ‘স্বর্গ থেকে নরক’ সিনেমার শুটিংয়ে।

AD BANNAR