সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার সূর্যমণিনগর উপকেন্দ্র থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে
নয়াদিল্লি প্রতিনিধি
আজ সোমবার আগরতলায় দুই দেশের কারিগরি বিশেষজ্ঞদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার সূর্যমণিনগর উপকেন্দ্র থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরিচালক চৌধুরী আলমগীর হোসেন।
তিনি বলেন, ভারতীয় অংশে ২৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করবে ভারত সরকার। ভারতীয় সীমান্তে কোনাবান এলাকা দিয়ে বিদ্যুৎ লাইন বাংলাদেশে প্রবেশ করবে। সেখান থেকে কুমিল্লা পর্যন্ত ২৭ কিলোমিটার লাইন নির্মাণ করবে বাংলাদেশ সরকার। এতে খরচ হবে ১৩৫ কোটি টাকা।
ভারতীয় কর্মকর্তারা জানান, ৭২৬ মেগাওয়াটের পালাটানা কেন্দ্রে দ্বিতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন এ বছরই শুরু হতে পারে।