![yami-gautam](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uHumHmD_SWS9Oj8K_TceeRIUiNWq_yHG6TmIUc0pn0J_hPNfXNDRaYrFTfVJH2zrApK7iSuEc6eONGvrk6qc6p8OzL7izHvXjRogVpdSOyg6mL_qkrfkpHX08PfgvAnE2BF5h1GuCwb-tzCw=s0-d)
![yami-gautam-3a](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sInbM6JY5_MzCCBR4zSAYEwjKGIwasVNdDj93bgNLWoxsuo-6EX3ITaISapH-K_NuQ16YiR0cXsSpCVlcyOI4vN2b9qw1eprhyCYRSlk64C6qUeyBy9D39OqrRQut8vf0-tEM6zn2eCr1mK5GE8A=s0-d)
হ্যালোটুডে
ডেস্ক : তামিল ছবি থেকে বলিউডে পা রেখে ভালই আলোচনায় এসেছেন ইয়ামি গৌতম।
বিশেষ করে ‘বিকি ডোনর’ ছবিতে দুর্দান্ত অভিনয়-পারফরমেন্স করে সবার নজরে
আসেন তিনি। এ ছবির পর এখন একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন
সেক্সসিম্বল এই অভিনেত্রী। তবে তার মধ্যে সবচেয়ে বড় ছবি হলো প্রভুদেবা
পরিচালিত ‘অ্যাকশন জ্যাকসন’। এখানে অজয় দেবগানের মতো বড় তারকার বিপরীতে
অভিনয় করছেন তিনি। রয়েছেন সোনাক্ষি সিনহাও। বড় বাজেটের এ ছবিটির শুটিং
হচ্ছে ভারত, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে। অ্যাকশন কমেডি-নির্ভর শুটিং চলবে আর
দু’দিন। সম্প্রতি এ ছবির একটি গানের শুটিং ইয়ামি গৌতম করেছেন অস্ট্রিয়ায়।
তাও আবার মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায়। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।
এখানেই শেষ নয়, এমন বরফ পড়া আবহাওয়ায় আবেদনময়ীরূপেই ক্যামেরাবন্দি হয়েছেন
তিনি। একাধিক খোলামেলা পোশাকে এখানে তাকে দেখা যাবে। এর মধ্যে একটি শাড়ি ও
সিøভলেস ব্লাউজে এমন ঠা-ায় অজয় দেবগানের সঙ্গে একটি চুমুদৃশ্যেও কাজ করেছেন
ইয়ামি। এর বাইরে মিনিস্কাট ও ছোট গাউনেও গানটিতে আবেনদময়ীরূপে হাজির করা
হয়েছে ইয়ামিকে। সব মিলিয়ে মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রার তুমুল ঠা-ার মধ্যে
শুটিং করা গানটির মাধ্যমে ভালই উষ্ণতা ছড়িয়েছেন ইয়ামি। এরকম অভিজ্ঞাতাও তার
ক্যারিয়ারে এই প্রথম। বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত ও আনন্দিত তিনি। এ বিষয়ে
তিনি বলেন, ‘অ্যাকশন জ্যাকসন’ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি। এখানে আমার
নায়ক অজয় দেবগান। তার কাছ থেকে অনেক কিছু শিখেছে, জেনেছি। অনেক কোঅপারেটিভ
তিনি। তবে সম্প্রতি যে গানটির শুটিং করলাম এটা আমার জীবনে স্মরণীয় হয়ে
থাকবে। মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং করতে গিয়ে অনেকটাই জমে
যাচ্ছিলাম। ভাগ্যিস কিছু উষ্ণতার দৃশ্য ছিল। নয়তো জমেই গিয়েছিলাম। অবশেষে
ভালভাবে গানটির শুটিং শেষ করছি। আশা করছি গানটিসহ পুরো ছবিটি ভাল লাগবে
দর্শকদের।