আগস্টে বলিউডের খ্যাতনামা প্রযোজক করিম মরানির মুম্বাইয়ের বাসায় হামলার অভিযোগে গত সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, করিম মরানির বাসায় হামলার পর পুজারি তাদেরকে শাহরুখ খান ও ফারাহ খানের বাসায় হামলার নির্দেশ দিয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। পরিচালক মহেশ ভাটের ওপর হামলার সুযোগ খুঁজতে তার চলাফেরার ওপর ২ মাস ধরে নজরদারি করছিল গ্রেফতারকৃতরা।
মুম্বাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের যুগ্ম কমিশনার সদানন্দ দত্ত বলেন, গ্রেফতারকৃতরা বলিউডের বিখ্যাত অভিনেতা ও কলাকূশলিদের হত্যার জন্য অস্ত্র বহন করছে মর্মে তথ্য ছিল আমাদের কাছে। রবি পুজারির গ্রুপ মাঝেমধ্যেই বলিউডের অভিনেতা ও কলাকুশলীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকেন।
প্রসঙ্গত সম্প্রতি শাহরুখ অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনের ‘অনুমতি’ দেয়নি বলে দাবি করে রবি। ছবিটির আন্তর্জাতিক প্রচারণার জন্য সে বড় অংকের টাকাও দাবি করে।