Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 31 October 2014

১,০০০ বসতি স্থাপনে ইসরাইলের ঘোষণা, জাতিসংঘের তিরস্কার

মানবজমিন ডেস্ক | ৩০ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ২:৩০

জোরপূর্বক অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলের ১,০০০ নতুন বসতি স্থাপনের ঘোষণার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ফিলিস্তিনিরা দাবি করছে, চূড়ান্ত শান্তি চুক্তির অংশ হিসেবে পূর্ব জেরুজালেম থেকে ইসরাইলের নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।  জাতিসংঘের রাজনীতি বিষয়ক প্রধান জেফ্রি ফেল্টম্যান বলেন, ফিলিস্তিনের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে ইসরাইলের যে পরিকল্পনা রয়েছে, সেখানে পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপন গুরুতর সন্দেহ বা সংশয়ের জন্ম দেবে। ফেল্টম্যান বলেন, ফিলিস্তিন অধিকৃত অঞ্চলে ইহুদি বসতি স্থাপনের মাধ্যমে ইসরাইল ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ করে চলেছে। ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এ ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এটাকে ইসরাইলের উষ্কানিমূলক কর্মকা- বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। বৃটেনও বলেছে, অবৈধ বসতি স্থাপন ইসরাইলের মিত্রদের সমস্যায় ফেলছে। ইসরাইল শান্তি প্রতিষ্ঠাকে প্রকৃতপক্ষেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে, ইসরাইলের এমন দাবির পক্ষে মিত্র রাষ্ট্রগুলো অবস্থান নিতে সমস্যায় পড়ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে পূর্ব জেরুজালেমে ১,০০০ নতুন বসতি স্থাপনের ঘোষণা দেয়ার একদিন পরই জাতিসংঘ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলো। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমে জোরপূর্বক দখল প্রতিষ্ঠা করেছিল ইসরাইল। ১৯৮০ সালে ইসরাইলের সীমান্তের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল এ অঞ্চলকে। কিন্তু, পূর্ব জেরুজালেমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি কখনও পায়নি ইসরাইল। অন্যদিকে, ইসরাইল পূর্ব জেরুজালেমকে ‘চিরন্তন ও অবিভাজ্য’ রাজধানী হিসেবে ব্যাখ্যা করে থাকে। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সবচেয়ে বিতর্কিত ইস্যু হলো- ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপন ও জেরুজালেম।