Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday, 31 October 2014

তিউনিসিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ধর্মনিরপেক্ষ দলের জয়


মানবজমিন ডেস্ক | ৩০ অক্টোবর ২০১৪, বৃহস্পতিবার, ৩:৫৩

তিউনিসিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে ধর্মনিরপেক্ষ দল নিদা তৌনিস। জাতীয় পরিষদের ২১৭ আসনের মধ্যে ৮৫টিতে জয় পেয়েছে দলটি। ক্ষমতাসীন ইসলামপন্থী  দল এন্নাহদা পার্টি জয় পেয়েছে ৬৯টি আসনে। প্রাথমিক ভোট গণনায়ও এগিয়ে ছিল নিদা তৌনিস। গত রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তিউনিসিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার ছিলেন এবার। গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। এদিকে ক্ষমতাসীন দল এরই মধ্যে বিজয়ী দলের প্রতি সরকার গঠনের আহ্বান জানিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ২০১১ সালে এক গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারান স্বৈরশাসক জিনে আল-আবিদিন বেন আলি। বেন আলি সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দেশটি। ২০১১ সালে তিউনিসিয়ায় যে অভ্যুত্থান আন্দোলন শুরু হয়, তাকে আঞ্চলিক সাফল্য বলে অভিহিত করা হয়। দেশটিতে গণ-অভ্যুত্থানের পর পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ঘটনা এটি।