Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday, 29 September 2014

ছাড়পত্র পেলো ‘ওয়ার্নিং’


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘ওয়ার্নিং’ আরিফিন শুভ ও মাহিয়া মাহি
‘ওয়ার্নিং’ আরিফিন শুভ ও মাহিয়া মাহি
 
‘অগ্নি’ ছবিতে আরিফিন শুভ ও মাহিয়া মাহির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এরপর তারা অভিনয় করেছেন ‘ওয়ার্নিং’ ছবিতে। এটি ২৯ সেপ্টেম্বর কোনো কাটছাট ছাড়াই ছাড়পত্র পেয়েছে।

এতে একজন টিভি রিপোর্টার তৃণা চরিত্রে দেখা যাবে মাহিকে। অন্যদিকে আরিফিন শুভ অভিনয় করেছেন সন্ত্রাসী জিসানের ভূমিকায়। একদিন কোনো একটি খবরের সন্ধানে তৃণা পিছু নেয় জিসানের।

ছবিটির প্রযোজক এসএ খান টপি বাংলানিউজকে জানান, ছবিটি ঈদে মুক্তি দেওয়া হবে কি-না তা এখনই নিশ্চিত হয়নি।

‘ওয়ার্নিং’ পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। এ ছবিতে গান থাকছে ছয়টি। সব গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।

এদিকে এবারের কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ অভিনীত ‘কিস্তিমাত’। এতে তার সহশিল্পী আঁচল।