ক্রিকেট তারকা সুরেশ রায়না বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তেমন কোন ঘটনা এখনও ঘটেনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল রায়না ও শ্রুতি নানা জায়গায় ডেটিং করছেন। তারা তাদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। আর বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চান রায়না ও শ্রুতি। আইপিএলে রায়না যে দলে খেলেন সেই চেন্নাই সুপার কিংসের সমর্থনে শ্রুতির স্টেডিয়ামে আসা ওই জল্পনায় ইন্ধন দিয়েছিল। যদিও চলতি আইপিএলে একবারও খেলা দেখতে আসেননি শ্রুতি। টুইটারে ওই জল্পনা খারিজ করে রায়না বলেছেন, শ্রুতির সঙ্গে তার ডেটিংয়ের খবর সত্যি নয়। তিনি আরও বলেছেন, এ বিষয়ে অনেক খবরই প্রকাশ হয়েছে। কিন্তু খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা হয়নি। তাই বিষয়টি নিয়ে মাথা না ঘামানোই উত্তম।
Boxed Style
আইফোন জিতে ক্লিক করুন
Monday, 2 June 2014
অস্বীকার!
ক্রিকেট তারকা সুরেশ রায়না বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানের সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তেমন কোন ঘটনা এখনও ঘটেনি। সম্প্রতি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছিল রায়না ও শ্রুতি নানা জায়গায় ডেটিং করছেন। তারা তাদের সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। আর বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চান রায়না ও শ্রুতি। আইপিএলে রায়না যে দলে খেলেন সেই চেন্নাই সুপার কিংসের সমর্থনে শ্রুতির স্টেডিয়ামে আসা ওই জল্পনায় ইন্ধন দিয়েছিল। যদিও চলতি আইপিএলে একবারও খেলা দেখতে আসেননি শ্রুতি। টুইটারে ওই জল্পনা খারিজ করে রায়না বলেছেন, শ্রুতির সঙ্গে তার ডেটিংয়ের খবর সত্যি নয়। তিনি আরও বলেছেন, এ বিষয়ে অনেক খবরই প্রকাশ হয়েছে। কিন্তু খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা হয়নি। তাই বিষয়টি নিয়ে মাথা না ঘামানোই উত্তম।