Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 18 April 2014

গণমাধ্যমের ঋণ শোধ করা যাবে না: রিজওয়ানা

গণমাধ্যমের ঋণ শোধ করা যাবে না: রিজওয়ানা
শুক্রবার বিকেলে ধানমণ্ডির সেন্ট্রাল রোডে বাসভবনে সাংবাদিকদের সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।
সমকাল প্রতিবেদক
গণমাধ্যমের ঋণ শোধ করা যাবে না: রিজওয়ানাস্বামী আবু বকর সিদ্দিককে ফিরে পেয়ে গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, "আমার স্বামীকে অপহরণের পর থেকে গণমাধ্যম আমাদের সর্বোচ্চ সহায়তা দিয়েছে। সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাকে ও আমার পরিবারকে যে ঋণের জ্বালে আবদ্ধ করেছেন তা আমরা শোধ করতে পারবো না।"
শুক্রবার বিকেলে ধানমণ্ডির সেন্ট্রাল রোডে বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশেরবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, "আমি দেশবাসীর কাছে সাংঘাতিকভাবে ঋণী।"
তিনি বলেন, "এ ঘটনার পর খুব দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা রাষ্ট্রীয় সমর্থন পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এইচএম এরশাদ, রওশন এরশাদ উদ্বেগ জানিয়েছেন। তাদের উদ্বেগের কারণেই আমার স্বামীকে দ্রুত ফিরে পেয়েছি।"
তিনি বলেন, "গণমাধ্যম ও আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা ছাড়া আমার স্বামীকে পেতাম না। তাদের কাছে আমি কৃতজ্ঞ।"
মন্তব্য
সর্বশেষ ১৫ সংবাদ
এই পাতার আরো খবর