আনন্দ প্রতিদিন প্রতিবেদক
পর্দায়
নয়, বাস্তবে প্রথমবার মা হলেন অভিনেত্রী পূর্ণিমা। গত ১৩ এপ্রিল রাত ১০টা
২০ মিনিটে পৃথিবীর আলো দেখেছে তার কন্যাসন্তান। রাজধানীর টিকাটুলীর হাটখোলা
রোডে অবস্থিত সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে
নবজাতকের জন্ম হয়। তখন তার ওজন ছিল ৬ পাউন্ড। নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ
হওয়ায় তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখা হবে। প্রথমবার মা হওয়ার অনুভূতি
ব্যক্ত করেছেন পূর্ণিমা। তিনি বললেন, 'এটা অভূতপূর্ব এক অনুভূতি।
কন্যাসন্তান হওয়ায় আমরা সবাই খুশি।'
পূর্ণিমার বড় বোন দিলরুবা জানান, আজ আনুষ্ঠানিকভাবে নতুন অতিথির নাম রাখা হবে। চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে ২০০৭ সালে তার বিয়ে হয়। পূর্ণিমার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি 'লোভে পাপ পাপে মৃত্যু' মুক্তি পায় এ বছর। কাজী হায়াৎ পরিচালিত 'ওরা আমাকে ভালো হতে দিলো না' ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন পূর্ণিমা।