পুলিশ জানিয়েছে, 'মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী' মুরাদ শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি।
সমকাল প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে গ্রেফতার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি নাজমুল মাকসুদ মুরাদকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান সমকালকে একথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এফবিআই'র হাতে গ্রেফতার নাজমুল মাকসুদ মুরাদকে বুধবার দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
পুলিশ
কর্মকর্তা মাসুদুর জানান, 'মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী' মুরাদকে ধরতে
আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করা হয়েছিল।