Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday, 19 March 2014

নিউজ চ্যানেলের বিরুদ্ধে ধোনির মামলা

এবিপি আনন্দ জানিয়েছে, ক্ষতিপূরণ বাবদ ওই নিউজ চ্যানেলের কাছ থেকে ১০০ কোটি টাকাও দাবি করেছেন তিনি।
অনলাইন ডেস্ক
নিউজ চ্যানেলের বিরুদ্ধে ধোনির মামলা
মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি।
একটি বেসরকারি নিউজ চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি।
 
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের অভিযোগ, ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আইপিএল ফিক্সিংকাণ্ডের ওপর ওই নিউজ চ্যানেলে সম্প্রচারিত কয়েকটি খবরে, তার সম্মানহানি হয়েছে। এতেই মাদ্রাজ হাইকোর্টে ওই নিউজ চ্যানেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ধোনি।
 ক্ষতিপূরণ বাবদ ওই নিউজ চ্যানেলের কাছ থেকে ১০০ কোটি টাকাও দাবি করেছেন তিনি।
এরপরই ওই নিউজ চ্যানেলকে আইপিএল ফিক্সিংকাণ্ডে ধোনি সংক্রান্ত খবর সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাজ হাইকোর্ট।
এদিকে বেসরকারি ওই নিউজ চ্যানেলে কর্তৃপক্ষ জানিয়েছে, ধোনির অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে৷