Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday, 16 December 2013

লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সোমবার বিকেল ৪টা ৩১ মিনিটে লাখ কণ্ঠে গাওয়া হয় 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত 'বিজয় ২০১৩'র মঞ্চে সোমবার বিকেল ৪টা ৩১ মিনিটে লাখ কণ্ঠে গাওয়া হয় 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'।
এ সময় দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানেও লাখ মানুষ এর সঙ্গে কণ্ঠ মেলান।   
এবার সম্মিলিতভাবে 'বিজয় উত্সব' আয়োজন করছে বিজয় ২০১৩ উদযাপন জাতীয় কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটি এবং বিজয় ৪:৩১ মঞ্চ।
সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে তারা।
সকাল সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দেশবরেণ্য সংগঠন ও শিল্পীদের নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে শুরু হয় 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর আদলে 'কনসার্ট ফর ফ্রিডম'।
এরপর বিকেল পৌনে ৪টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরামের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক ঘটনার ওপর প্রামাণ্য অভিনয়।
বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সঙ্গীতের পর হয় শপথ পাঠ।
http://adf.ly/?id=353839