Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Tuesday 10 December 2013

প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন কাদের মোল্লার আইনজীবীরা

আবদুল কাদের মোল্লার স্ত্রী ও নিকটাত্মীয়দের কারাগারে তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
সমকাল প্রতিবেদক
প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন কাদের মোল্লার আইনজীবীরাএকাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশন নিয়ে প্রধান বিচারপতির কাছে যাচ্ছেন তার আইনজীবীরা।
কাদের মোল্লার এক আইনজীবী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যার পর কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রিভিউ পিটিশন নিয়ে প্রধান বিচারপতির বাসায় যাবেন।
চেম্বার জজ আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হবে বলেও জানান তিনি।
আবদুল কাদের মোল্লার স্ত্রী ও নিকটাত্মীয়দের কারাগারে তার সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার বিকেল একটি চিঠি কাদের মোল্লার স্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে জরুরি ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার মধ্যে কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহান ও নিকটাত্বীয়দের দেখা করার অনুরোধ জানানো হয়েছে।
গত রোববার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইদিনই এ মৃত্যু পরোয়ানার কপি (ডেথ ওয়ারেন্ট) লাল কাপড়ে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত ৫ ডিসেম্বর বৃহস্পতিবার আপিল বিভাগ থেকে জামায়াত নেতা কাদের মোল্লাকে দেয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এ পূর্ণাঙ্গ রায় ৭৯০ পৃষ্ঠার।
পূর্ণাঙ্গ রায়ে মৃত্যুদণ্ডকেই কাদের মোল্লার জন্য 'একমাত্র যথার্থ শাস্তি' হিসেবে উল্লেখ করে সুপ্রিম কোর্ট।
এতে বলা হয়েছে, "কাদের মোল্লার অপরাধসমূহ এতোই পৈশাচিক যে, মৃত্যুদণ্ড ছাড়া কোনো সাজাই তার জন্য পর্যাপ্ত নয়। একমাত্র মৃত্যুদণ্ডই তার প্রাপ্য। তার অপরাধের ফলাফল সমগ্র জাতিকে অনন্তকাল বয়ে বেড়াতে হবে। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের বাইরেও তার অপরাধসমূহ নির্লজ্জ দৃষ্টান্ত হয়ে থাকবে।"
গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি আপিলের প্রথম রায়।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে বলা হয়, "আসামি আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশন আনীত ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে।" এর মধ্যে ৩টি অভিযোগে তাকে ১৫ বছর করে কারাদণ্ড ও দু'টি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
http://adf.ly/?id=353839