বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করেছেন সংগঠনের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমানের ছেলে ড. আশিকুর রহমান শান্ত। গত এক
সপ্তাহ ভোলায় নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করে ঢাকায়
গিয়ে পদত্যাগপত্র জমা দেন বলে ড. শান্ত জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবত্
সংগঠনের রাজনৈতিক অবস্থান নিয়ে তার আদর্শগত ভিন্নতা এ সিদ্ধান্ত নিতে বাধ্য
করেছে।
দলীয় সূত্র জানিয়েছে, ৪ দলীয় জোটের সাথে চলমান আন্দোলন নিয়ে বড় ভাই পার্থর সাথে শান্তর আদর্শগত মতভেদ দেখা দেয়। জোটে জামায়াতের অন্তর্ভুক্তি নিয়ে শান্ত শুরু থেকেই বিরোধিতা করে আসছিলেন। আসন্ন নির্বাচন নিয়ে শান্তর এ পদত্যাগ কি-না এমন প্রশ্ন নাকচ করে দিয়ে তিনি ইত্তেফাককে জানান, আগামী দু’মাসের মধ্যে তিনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কর্মী-সমর্থকদের সাথে আলোচনা করে দু’মাস পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।