Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Sunday 3 November 2013

স্বন্দ্বীপে যুবদল নেতার খামার বাড়ীতে অস্ত্র কারখানা

সিনিয়র করেসপন্ডেন্ট, বাংলামেইল২৪ডটকম
চট্টগ্রাম : সাগর বেষ্টিত উপজেলা স্বন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলামের খামার বাড়ীতে একটি অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই খামার বাড়ী থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে খামারের মালিক যুবদল নেতা নজরুল পলাতক রয়েছে।

এরমধ্যে রয়েছে একটি একনলা বন্দুক, আটটি বন্দুকের নল, আটটি বন্দুকের বাট, পাঁচটি কার্তুজ, পাঁচটি গুলি, পাঁচটি ম্যাগজিনসহ অন্যান্য সরঞ্জাম।

বিষয়টি নিশ্চিত কওে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. উরিদ উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘গোপন সংবাদেও ভিত্তিতে খবর পেয়ে শনিবার গভীর রাতে নজরুলের খামারবাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করে। হরতালের সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের জন্য সেখানে তৈরীঅ হচ্ছিল। তবে নজরুল পলাতক রয়েছে।’

স্বন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, ‘এঘটনার পর গিয়াস উদ্দিন ও এসব অস্ত্র কারখানার সন্ধানে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’