Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Friday 8 November 2013

মওদুদ রফিক আনোয়ার আটক

মওদুদ রফিক আনোয়ার আটক
শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
সমকাল প্রতিবেদক
মওদুদ রফিক আনোয়ার আটক
মওদুদ আহমদ ও রফিক উল ইসলাম মিয়া। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিক উল ইসলাম মিয়াকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।
 
মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।
 
নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দাবিতে রোববার সকাল ৬টা থেকে সারাদেশে টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ১৮ দল। শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
 
মওদুদ রফিক আনোয়ার আটক
এমকে আনোয়ার। ফাইল ছবি।
এর আগে একই দাবিতে গত দুই সপ্তাহে দুই দফায় ৬০ ঘণ্টা করে হরতাল করেছে তারা।
 
শুক্রবার সন্ধ্যার পর থেকে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয় ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সমকালকে জানান, ৫-৬ গাড়ি পুলিশ সন্ধ্যার পর কার্যালয়ের সামনে আসে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও সেখানে অবস্থান করছে।
 
এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম সমকালকে জানান, বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার স্বার্থেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।