প্রধান বিরোধী দল নির্বাচনে না এলে কমিশন তাদের বাদ দিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কি না, জানতে চাইলে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের উচ্চ পর্যায়ে সমঝোতার উদ্যোগ চলছে। আশা করি সমঝোতা হবে।’ তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপ হবে কি না, জানতে চাইলে কাজী রকিব উদ্দীন বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের হাতে কতটা সময় আছে সেটা দেখতে হবে। তা ছাড়া বিষয়টি রাজনৈতিক পর্যায়ে নেতারাও চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক কী হয়।’
নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে? জানতে চাইলে সিইসি বলেন, গণমাধ্যমে যে তারিখ উল্লেখ করা হয়েছে, তার কাছাকাছি সময়ে তফসিল হবে। সিইসি জানান, জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, সে বিষয়ে রায়ের কপি হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এখন থেকে সাত দিন পর আচরণবিধি চূড়ান্ত করার কাজে হাত দেওয়া হবে বলেও তিনি জানান।