Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Wednesday 6 November 2013

হিন্দুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ

এক বিবৃতিতে অবিলম্বে এসব ঘটনা প্রতিরোধ এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।
কূটনৈতিক প্রতিবেদক
হিন্দুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ
সম্প্রতি পাবনার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাংচুর চালানো হয়। ফাইল ছবি
লালমনিরহাট ও পাবনা জেলায় হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, “লালমনিরহাট ও পাবনা জেলায় হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।“
বিবৃতিতে অবিলম্বে এসব ঘটনা প্রতিরোধ এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানানো হয়।
মার্কিন দূতাবাস বলেছে, ”যারা এই সহিংসতায় উস্কানি দিয়েছে এবং এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
বিবৃতিতে উল্লেখ করা হয়,হরতালের কারণে সহিংসতা, মৃত্যু এবং চলমান যেসব ঘটনা ঘটছে তাতেও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। শান্তপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে মৌলিক গণতান্ত্রিক অধিকার হলেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা কোনো কিছুর জবাব হতে পারে না।”