Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Monday 11 November 2013

রংপুর-৬ আসনেও মনোনয়ন কিনলেন শেখ হাসিনা

এর আগে রোববার গোপালগঞ্জ-৩ আসনের জনও মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি।
অনলাইন ডেস্ক
রংপুর-৬ আসনেও মনোনয়ন কিনলেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ফাইল ছবি
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগ সভাপতির পক্ষে দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এ মনোনয়নপত্র কেনেন বলে সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।
এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২টি নির্বাচনী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।
এর আগে রোববার গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) শেখ হাসিনার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শেখ হাসিনার মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে সোমবার সকালে শুরু হয় আওয়ামী লীগের দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রোববার সকালে দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থেকে নির্ধারিত মূল্য ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
বাসস জানিয়েছে, সোমবার ৭টি বিভাগে আওয়ামী লীগের মোট ৬৭৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।