Monday, 11 November 2013

অস্বস্তিতে মেহজাবিন



ঢাকা: দেশজুড়ে চলছে হরতাল নামের এক ভয়ানক বিভীষিকাএতে ভীত গোট জাতিবাকরুদ্ধ সাধারণ মানুষএই সাধারণ মানুষের মতোই চরম অস্বতিতে ভুগছেন লাক্স সুপার ষ্টার মেহজাবিনজানান হরতালের বিড়ম্বনা ধৈর্যের সীমানা ছাপিয়ে গেছে যেন গৃহবন্দি হয়ে পড়েছিনিজের শুটিং তো দূরের কথা বাইরে পর্যন্ত বের হতে পারছিনাঅনেক প্রয়োজনীয় কাজ পড়ে আছেএক সাথে এতোটা হরতাল স্বাভাবিক কাজে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছেতবে এই ছুটিটা ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখলে বলা যায়, বাসায় সবার সাথে অফুরন্ত সময় কাটাতে পারছিযেটা অন্যান্য সময় চাইলেও শিডিওলের কাজের জন্য করতে পারিনা
সুহাসিনী মেহজাবিন নিজের অভিনয় প্রসঙ্গে বলেন নতুন একটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছিইরানি বিশ্বাস পরিচালরা করবেন নাটকটিতবে শিরোনামটি এখনো নির্ধারণ করা হয়নিছোট পর্দার অভিনেতা নাঈম থাকছেন আমার বিপরীতেসবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ১৬ নভেম্বর নাটকের শুটিং শুরু হবেগেল কোরবানির ঈদে তবুও প্রতীক্ষা নামের একটি টেলিফিল্মে নাইমের সাথে কাজ করে ঢের প্রশংসা কুড়ান মেহজাবিন

সম্প্রতি আলোচিত নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ভালোবাসার গল্প শিরোনামের একক নাটকে কাজ করেছেন তিনিনাটক প্রসঙ্গে মেহজাবিনের ভাষ্য আসলে আমি ধারাবাহিকে কাজ করতে পছন্দ করিনাতাই একক নাটকে কাজ করে থাকে সম্প্রতি একটি পরিকল্পিত বিবাহনামের আরেকটি খন্ড নাটকের কাজ শেষ করেছিভালো গল্পে অভিনয় করে তৃপ্তি পাইতাই ভালো কাজে সাড়া দিতে সর্বদা প্রস্তুত আছিবিজ্ঞাপনের কন্যা হিসেবে মেহজাবিনের পরিচিতিও বেশ ভালোইতিমধ্যে বাংলালিংকসহ বিখ্যাত অনেক ব্যান্ড্রের মডেল হয়ে কাজ করেছেন তিনিসেই ধারাবাহিকতায় সম্প্রতি শেষ করলেন ভাটিকা হেয়ার ওয়েল নামের নতুন একটি বিজ্ঞাপনের শুটিংশিগগিরই সবকটি চ্যানেলে ফলাও করে প্রচার করা হবে এই আয়োজনটি

AD BANNAR