Boxed Style

আইফোন জিতে ক্লিক করুন

Saturday 9 November 2013

সৌদি আরবের জন্য পরমাণু বোমা বানিয়েছে পাকিস্তান!

সৌদি আরবের জন্য পরমাণু
বোমা বানিয়েছে পাকিস্তান!
বিবিসি অনলাইন
পাকিস্তানের পরমাণু অস্ত্র প্রকল্পে বিনিয়োগ করেছে সৌদি আরব। প্রয়োজনের সময় পাকিস্তান থেকে পরমাণু বোমা পাবে বলেও বিশ্বাস দেশটির। বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে জানতে পেরে বিবিসির নিউজনাইট অনুষ্ঠানের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পাদক মার্ক আরবান বুধবার বিবিসিতে এ নিয়ে লিখেছেন।
সৌদি আরব সব সময়ই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার অন্যতম দাবিদার; কিন্তু এখন ইরানের আগেই এ ধরনের অস্ত্র সৌদি আরব মোতায়েন করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। মার্ক আরবান তার লেখায় বলেন, 'চলতি বছরের শুরুতে ন্যাটোর একজন জ্যেষ্ঠ নীতিনির্ধারক আমাকে জানিয়েছেন, তিনি এমন কিছু গোয়েন্দা প্রতিবেদন দেখেছেন যাতে বলা হয়েছে, সৌদি আরবের জন্য পাকিস্তানে বানানো পরমাণু অস্ত্র সরবরাহের জন্য প্রস্তুত হয়ে আছে।' গত মাসে সুইডেনে এক সম্মেলনে ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান আমোস ইয়াদলিন বলেন, 'যদি ইরানিরা পরমাণু বোমা বানিয়ে ফেলে তবে সৌদি আরব এক মাসও অপেক্ষা করবে না। তারা ইতিমধ্যেই বোমার জন্য অর্থ দিয়েছে। তারা পাকিস্তানে যাবে এবং যেটি আনা প্রয়োজন সেটি নিয়ে আসবে।' সৌদি আরব বহুবার যুক্তরাষ্ট্রকে তাদের অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছে। সেই ২০০৯ সালে সৌদি আরবের বাদশা আবদুল্লাহ সফররত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডেনিস রসকে সতর্ক করে বলেন, ইরান যদি সীমা ছাড়িয়ে যায় তবে 'আমরা পরমাণু অস্ত্র বানাব'। সৌদি আরবের এ প্রকল্পের গল্প কয়েক দশকের পুরনো। সৌদি আরব পরমাণু অস্ত্রবাহী ওয়্যারহেড ছুড়তে সক্ষম ক্ষেপণাস্ত্র জোগাড় করছে বলেও গুঞ্জন রয়েছে প্রায় সমান সময় ধরে। ১৯৮০ সালের দিকে দেশটি গোপনে চীন থেকে কয়েক ডজন সিএসএস-২ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। তবে সেসব রকেট স্বাভাবিক অস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষেত্রে খুবই ত্রুটিপূর্ণ বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। সম্প্রতি প্রতিরক্ষাবিষয়ক সাময়িকী জেনস জানিয়েছে, সৌদি আরব নতুন একটি সিএসএস-২ ঘাঁটি তৈরি করেছে। তাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ইরান ও ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে। বেশ কয়েক বছর ধরেই সৌদি আরব উদারভাবে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে সহায়তা দিয়ে আসছে। পশ্চিমাদের অভিযোগ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু গবেষণাও এ সহায়তা পাচ্ছে।