Wednesday, 13 November 2013

ভার্সিটির হট কেক তিশা



মডেল অভিনেতা নিশো ইউনিভার্সিটি পড়ুয়া একটি ছেলেকিন্তু খুবই চাপা স্বভাবেরক্লাসের লেকচার এ তার মন বসে নামন যেন তার পড়ে থাকে ভিন্ন দিকেএকই ক্লাসের রুপসী কন্যা নুসরাত ইমরোজ তিশার দিকে দিব্যি নজর দিয়ে থাকে সেআর তিশা হলো ভার্সিটির হট কেকবলা যেতে পারে পুরো ক্যাম্পাসের চোখ ওর দিকেইকিন্তু সে পড়াশুনায় খুবই যত্নশীলএকবার কেমিস্ট্রি ল্যাবের লটারিতে কাকতালীয় ভাবে তিশা ও নিশো ল্যাব মেট হয়তবে এই ল্যাব মেট হওয়া বাস্তবে হয়তো আদৌ সম্ভব নয়কিন্তু তারা দুজন হয়েছেন টেলিছবির গল্পে

কাহিনীতে দেখা যাবে নিশো (নোবেল) কোন ভাবেই বুঝতে দেয় না তিশাকে (ত্রিনা) সে যে অনেকদিন ধরেই ফলো করেল্যাব মেট হওয়ার সাথে সাথেই নাভিল ত্রিনার সাথে ঠিক ভালভাবে ব্যবহার করে না

একসময় ল্যাব ক্লাসে একটা এ্যাসাইমেন্ট দেয়া হয়যেদিন প্রেজেনটেশন ঐ দিন দেখা যায় ত্রিনা হাফ এ্যাসাইমেন্ট আনলেও নভেলি ক্লাসেই আসে নাত্রিনার মারাত্মক মেজাজ খারাপ হয়সে লেকচারারের কাছ থেকে অনুরোধ করে ২ দিন সময় বের করে নেয়ত্রিনা নাভিলের বাড়িতে যায়ত্রিনা রুমে ঢুকে তো অবাকআস্ত যেন একটা কেমিস্টি ল্যাব এবং সত্যিকার গোয়ালঘরটেবিলে ত্রিনা একটা ডায়েরি পড়া দেখে ত্রিনা কয়েক পাতা পড়ে দেখেই অবাকএভাবে ছবিটির কাহিনী এগোয়

ছোটপর্দার এ ছবিটির রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাবিশেষ চরিত্রে আছেন ড. এনামুল হকচ্যানেল নাইনের পর্দায় ৯ নভেম্বর দুপুর ২টায় দেখা যাবে ছবিটি
- খাসখবরডটকম

AD BANNAR