ঢাকা: ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।কিন্তু এ লাক্স তারকাকে নিয়ে বর্তমানে মিডিয়া পাড়ায় চলছে নানা গুঞ্জন। তারকা হতে না হতেই তার বেপরোয়া জীবনযাপন অনেকের কাছেই দৃষ্টিকটূ লেগেছে।
প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ করে আগেই বিতর্কের জন্ম দিয়েছেন প্রসূন আজাদ। এবার তিনি জন্ম দিলেন নতুন বিতর্ক। এখন নাকি নিয়মিত মাদকাসক্ত হয়ে শুটিং স্পটে আসছেন তিনি। সেটেও পেশাদারী আচরণ করছেন না।
জানা যায়, সম্প্রতি প্রসূন আজাদ মিঠু খানের পরিচালনায় ‘নিঃশব্দ আর্তনাদ’ শিরোনামের
একটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে কাজ
করছেন। কিন্তু প্রায় প্রতিদিনই সেটে মাদকাসক্ত
থাকেন এবং কাজে তার প্রভাব পড়ে। সকাল ১০টায় ক্যামেরার সামনে দাঁড়াবার
কথা থাকলেও তিনি আসেন ৩-৪ ঘন্টা পর।
নাম প্রকাশে
অনিচ্ছুক ‘নিঃশব্দ আর্তনাদ’ চলচ্চিত্র ইউনিটের এক সদস্য
জানান, আমরা প্রসূনের এই ধরণের কর্মকান্ডে খুবই বিরক্ত। সারা রাত ধরে তিনি মাদকাসক্ত থাকেন। ইউনিটের
প্রোডাকশন বয় থেকে শুরু করে কারো সাথেই বাছ-বিচার না
করে মাদক নেন। সঠিক সময়ে
কাজে কখনোই আসতে পারেন না। এজন্য
অনেক কাজই আমাদের পরিকল্পনা মতো করতে পারছি
না।
তিনি আরো জানান, তিনি ব্যক্তিগতভাবে মাদক নেন সেটা তার ব্যাপার। কিন্তু কাজে এসে এর নেতিবাচক প্রভাব পড়লে অবশ্যই এটা না বলে কোন উপায় নেই। ভালো অভিনয়ও করছেন না।এভাবে মাদকাসক্ত হয়ে কাজ করলে কয়দিন মিডিয়াতে কাজ করবেন তিনি?
এর আগে ফেসবুকে প্রসূনের অন্তরঙ্গ ছবি পোস্ট করে অস্বস্তির নতুন মাত্রা যোগ করেছিলো। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীর মেয়ে প্রসূন আজাদ। বাবা আজাদ হোসেন। বাবা-মা দুজনই
তিনি আরো জানান, তিনি ব্যক্তিগতভাবে মাদক নেন সেটা তার ব্যাপার। কিন্তু কাজে এসে এর নেতিবাচক প্রভাব পড়লে অবশ্যই এটা না বলে কোন উপায় নেই। ভালো অভিনয়ও করছেন না।এভাবে মাদকাসক্ত হয়ে কাজ করলে কয়দিন মিডিয়াতে কাজ করবেন তিনি?
এর আগে ফেসবুকে প্রসূনের অন্তরঙ্গ ছবি পোস্ট করে অস্বস্তির নতুন মাত্রা যোগ করেছিলো। ময়মনসিংহ জেলার ফুলবাড়ীর মেয়ে প্রসূন আজাদ। বাবা আজাদ হোসেন। বাবা-মা দুজনই