রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
সমকাল প্র্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। ফাইল ছবি
বর্তমান
পরিস্থিতিতে দেশের বৃহত্তম দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য নির্বাচন
কমিশন 'শেষ মুহূর্ত পর্যন্ত' অপেক্ষা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন
কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সিইসি বলেন, "দুই দলের সমঝোতার জন্য নির্বাচন কমিশন 'শেষ মুহূর্ত পর্যন্ত' অপেক্ষা করবে।"
সহিংসতা গণতন্ত্রের ভাষা নয়- এমন মন্তব্য করে তিনি বলেন, "সমঝোতার সময় এখনও শেষ হয়ে যায়নি।"
এসময় তিনি সমঝোতার ব্যাপারে একমত হতে দুই দলের প্রতি আহ্বান জানান।
একদিকে
আওয়ামী লীগ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে, অন্যদিকে
বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়েছে- এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে
হবে জানতে চাইলে সাংবাদিকদের কাজী রকিবউদ্দিন বলেন, "এ বিষয়ে আমাদের এখন
কিছু করার নেই। তফসিল ঘোষণার পরই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য
আমরা কাজ করব।"
নির্বাচন পরিচালনার জন্য একটি ম্যানুয়াল তৈরি করা হয়েছে বলেও এসময় জানান তিনি।