দেশ অচল করার হুমকি শিবির সেক্রেটারি
নির্দলীয় সরকারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে বক্তব্য রেখেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আব্দুল জব্বার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে এ ধরনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য দিতে দেখা গেলো। বক্তৃতায় শিবির সেক্রেটারি দেশ অচল করে দেয়ার হুমকি দেন।
তিনি আরো বলেন, সরকার একদিকে সংবিধানকে সমুন্নত রাখার কথা বলে। অপরদিকে প্রতিনিয়ত জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করে চলেছে। আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, জনগণের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ এবং জুলুম নির্যাতন করে অতীতে কোন স্বৈরাচারী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারেনি, আপনারাও পারবেননা।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর প্রথম বক্তব্য দেন তিনি। পর্যায়ক্রমে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা এবং জোটের শরিক দলের নেতারা বক্তব্য দেবেন।
সভা পরিচালনা করছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।এর আগে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পৌনে ২টার দিকে সমাবেশ মঞ্চ তৈরির কাজ শেষ হয়।
সমাবেশ ঘিরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত হন।
এদিকে জামায়াত-শিবির যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটাতে পারে এ জন্য রাজধানীসহ সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
-বাংলানিউজটোয়েন্টিফোর.কম