পতিতা আমিশা প্যাটেল !
জীবনযুদ্ধে হেরে শেষ পর্যন্ত পতিতাবৃত্তিকেই বেছে নেন বলিউশুটিং। সমপ্রতি বন্ধু ও ব্যবসায়িক পার্টনার কুনাল গুমার ও তার স্ত্রীর সঙ্গে ব্যাংককে থার্টিফার্স্ট নাইট উদযাপন করে দেশে ফিরেছেন আমিশা। দেশে এসেই শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। বর্তমানে ‘শর্টকাট রোমিও’ ছবিতে নিল নিতীন মুকেশের বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে ডেভিড ধাওয়ানের ছবিটি নিয়ে দারুণ আনন্দিত তিনি। এ বিষয়ে আমিশা বলেন, আমি প্রথমবারের মতো পতিতারূপে অভিনয় করছি। এ নিয়ে আমি খুবই এঙাইটেড। হাসিমুখে আমিশা আরও বলেন, ভারতীয় নারী হয়ে প্যারিসে পতিতাবৃত্তি করতে এখন আমি প্রস্তুত।ড অভিনেত্রী আমিশা প্যাটেল। এক সময় বিশ্বের চাহিদাসম্পন্ন পতিতায় পরিণত হন তিনি। এমনই রূপে ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবিতে দর্শকদের সামনে আসছেন আমিশা। ছবিটি প্রযোজনাও করা হবে আমিশার প্রোডাকশন হাউজ থেকে। ছবিতে দেখা যাবে ভারতে পতিতাবৃত্তির সঙ্গে সম্পৃক্ত হলেও এক সময় প্যারিসে চলে যান তিনি। প্যারিসে আমিশা হাইপ্রোফাইল পতিতা হিসেবে পরিচিতি লাভ করেন। তাকে পাওয়ার জন্য দেশী-বিদেশী খদ্দেররা পর্যন্ত ভিড় করে। এমনই সময় অদ্ভুত রকম এক প্রেমে জড়িয়ে পড়েন আমিশা। কিন্তু পতিতা জগত থেকে কোন রকমেই বেরিয়ে আসতে পারেন না তিনি। এভাবেই এগিয়ে যাবে ছবির কাহিনী। কমেডি, রোমান্স, থ্রিলার সবকিছুর সমন্বয়েই ছবিটির শুটিং ভারত ও প্যারিসে শুরু হচ্ছে চলতি বছরের এপ্রিল থেকে। আমিশা ছবির শুটিং ফেব্রুয়ারি থেকে শুরু করতে চাইলেও ডেভিড ধাওয়ান ছেলের বিয়ে নিয়ে বর্তমানে ব্যস্ত থাকায় সেটা আর সম্ভব হচ্ছে না। তাই এপ্রিল থেকেই শুরু ....................................