Thursday, 16 April 2020

তমা মির্জাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতে গতকাল বুধবার জরিমানা গুনতে হলো চিত্রনায়িকা তমা মির্জাকে। সন্ধ্যার পর বের হওয়ার কারণে তাকে এ জরিমানা দিতে হয়। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে  এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মুখে মাস্কও ছিল না। 
এদিন শাহবাগ, হাতিরপুল কাঁচাবাজার ও মগবাজার মোড় এলাকায় অভিযানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। মাস্ক না পরায় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।আইফোন জিতেতে ক্লিক করুন  
জানা যায়, একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে জরিমানা করেন। বিষয়টি নিয়ে তমা মির্জা বলেন, একটি চ্যানেলে আমার একটি অনুষ্ঠানের রেকর্ড ছিল।সেটি শুরু হতে সময়ে লেগে যায়। রেকর্ড শেষ করে ছয়টার দিকে আমি আমার গাড়ি করে বাসায় যাচ্ছিলাম। মৌচাক মোড়ে ভ্রাম্যমাণ আদালত আমার গাড়িটিকে দাঁড় করায়।
দেরির কারণসহ এটিও বলি, যেহেতু সন্ধ্যার পর আমি বাইরে, এটা আমার অপরাধ। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমার যেকোনও শাস্তি মেনে নেব। তারা আমাকে বেশ সহযোগিতাও করেন। এদিকে গাড়ি থেকে নামার সময় মাস্ক ছিল না তমার মুখে। আদালতের তরফ থেকে একটি মাস্ক উপহার দেওয়া হয় নায়িকাকে। 
আইফোন জিতেতে ক্লিক করুন তমা জানায়, মাস্ক ও গ্লাভস গাড়িতে ছিল। নিজের বাহন হওয়ায় এটি খুলে রেখেছি। প্রসঙ্গত, নায়িকা তমা মির্জার অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি টিভিতে বেশ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি।

১৩৭০০ পাউন্ড নাহলে সেক্স টেপ ফাঁস ........

১৩৭০০ পাউন্ড দাও। নাহলে তোমার সেক্স টেপ ফাঁস করে দেবো। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের তারকা জুলিয়েনা গোডার্ডকে এমন ব্লাকমেইল করার হুমকি দিয়েছেন ফিটনেস মডেল হেনচা ভোইগত (৩১)। আইফোন জিতেতে ক্লিক করুন এ জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। মডেল হেনচা ভোইগত হলেন প্রিমিয়ার লীগ তারকা সার্জি অঁরির (২৬) প্রেমিকা। ২ কোটি ৩০ লাখ পাউন্ডের টটেনহ্যাম ডিফেন্ডার অঁরির সঙ্গে প্রেমের পরিণতিতে তাদের রয়েছে একটি সন্তান। আইফোন জিতেতে ক্লিক করুন সেই মডেল হেনচা ভোইগতকে এবার এই মাসেই যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।  লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ জানাচ্ছে, মডেল হেনচা ভোইগতর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে, তিনি তার সাবেক প্রেমিক ওসেলে ভিক্টরের (৩৫) সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্র করছেন এবং গোডার্ডকে (২৮) ব্লাকমেইল করছেন।  উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে মডেল হেনচা ভোইগতর রয়েছেন ৫ লাখ ৫০ হাজার অনুসারী।আইফোন জিতেতে ক্লিক করুন 
সেখানে তিনি পরিচিত ‘ইয়েসজুলজ’ নামে। যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো ওয়াগস মিয়ামিতে তিনি অল্প সময়ের জন্য অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে যৌনতা ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তাতে বলা হয়েছে, মডেল হেনচা ভোইগতের হাতে গোডার্ডের এক্স-রেটেড অনেক ছবিও আছে। তিনি তার সেক্স টেপ প্রকাশ করে দিতে চান। তার হাতে যে সেক্স টেপ আছে তার প্রমাণ হিসেবে তিনি গোডার্ডের সহকারীর কাছে বেশ কিছু এক্স-রেটেড বা রগরগে ছবি পাঠিয়েছেন।আইফোন জিতেতে ক্লিক করুন 

আইফোন জিতেতে ক্লিক করুন এ নিয়ে তদন্তে নেমেছে মিয়ামি বিচ পুলিশ। তারা যেসব অভিযোগ এনেছে তাতে দেখা গেছে, ওই সেক্স টেপ থেকে মুক্তি পেতে গোডার্ডের কাছে ১৮০০০ ডলার বা ১৩৭০০ পাউন্ড দাবি করেছেন মডেল হেনচা ভোইগত ও তার সাবেক প্রেমিক ভিক্টর। অর্থ পরিশোদের জন্য গোডার্ডকে সময় দেয়া হয়েছিল ২৪ ঘন্টা।
এমন হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন গোডার্ড। এক পর্যায়ে তিনি মডেল হেনচা ভোইগত ও তার প্রেমিক ভিক্টরের সঙ্গে একটি ভুয়া বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে অংশ নিতে তারা দু’জন উপস্থিত হন একই গাড়িতে। তাতে বসা অবস্থায় পুলিশ তাদেরকে আটক করে। এর পর তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। মডেল হেনচা ভোইগত বলেছেন, তিনি গোডার্ডকে শুধুই সাহায্য করতে চাইছিলেন। কারণ একবার তার একটি সেক্স টেপ ফাঁস হয়ে গেছে।আইফোন জিতেতে ক্লিক করুন 
এ অবস্থায় এফবিআইয়ের সহায়তায় মডেল হেনচা ভোইগতের মোবাইল ফোন ক্র্যাক করে কর্তৃপক্ষ। বিশ্লেষকরা বিশ্লেষণ করে দেখতে পান তার ও ভিক্টরের মধ্যে যে অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা হয়েছে তা মুছে দেয়ার চেষ্টা করেছেন মডেল হেনচা ভোইগত।আইফোন জিতেতে ক্লিক করুন 
ওদিকে তাদেরকে গ্রেপ্তারের পর পরই অনলাইনে ফাঁস হয়ে যায় মডেল হেনচা ভোইগতের সেক্স টেপ। এর সঙ্গে জড়িত থাকার সন্দেহে আইভরিকোটের অঁরিকে আটক করে পুলিশ। এ ঘটনা ঘটে যে রাতে তার দল ম্যান ইউনাইটেডকে পরাজিত করে তার আগের রাতে। ওই ম্যাচে এ কারণে খেলতে পারেন নি অঁরি। তিনি মডেল হেনচা ভোইগতের সঙ্গে ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করেন হার্টফোর্ডশায়ারে।আইফোন জিতেতে ক্লিক করুন  তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তাকে কোনো অভিযোগ ছাড়াই পরে ছেড়ে দেয়া হয়।

ভুয়া লন্ডনী কইন্যাই তার পেশা


প্রতারনার ‘ষোলকলা’ পূর্ণ করে কারান্তরীণ হলেন সিলেটের শিউলি আক্তার। শিউলীকে এক নামেই চিনে সিলেটের মানুষ। অতীতে নানা বিতর্কের আলোচিত হয়েছেন তিনি। জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক। সিলেটের গার্ডেন টাওয়ারের বাসিন্দা তিনি। ভুয়া লন্ডনী কইন্যা সেজে প্রতারনা করাই ছিলো তার পেশা। প্রতারক চক্রও রয়েছে। জগন্নাথপুরে ভুয়া কনে সেজে প্রতারনা করতে গিয়ে ধরা পড়েছেন তিনি।আইফোন জিতে ক্লিক করুন 

প্রতারনার শিকার তার এক স্বামী আরেক স্বামীর ঘর থেকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। দিয়েছেন থানায় মামলাও। সেই মামলায় রোববার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।আইফোন জিতে ক্লিক করুন 
গ্রেপ্তারকৃত শিউলী আক্তার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুমনা আক্তার ছাতকের দোহালিয়ার মৃত কাচা মিয়ার মেয়ে ও সীমা আক্তার নবীগঞ্জে ঘুলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে। জগন্নাথপুরের আশরাফুল রহমান নামের একজনের মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আইফোন জিতে ক্লিক করুন 

পুলিশ জানায়- শিউলীর একটি প্রতারক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা শিউলীকে ভুয়া লন্ডনী কইন্যা সাজিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দেয়। তেমনি এক প্রতারক ওসমানীনগরের করনসী গ্রামের রহিমদ উল্লাহ। গত ফেব্রæয়ারি মাসে রহিম উল্লাহ লন্ডনী কইন্যা সন্ধান দেওয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার লোহারগাও গ্রামের আশরাফুল ইসলামকে সিলেট শহরে নিয়ে আসে। সেখানে শিউলীকে লন্ডনী কইন্যা সাজিয়ে কনে দেখান।আইফোন জিতে ক্লিক করুন .
 শিউলীকে পছন্দ হয় আশরাফুলের। এরপর গত ১০ই ফেব্রæয়ারি শিউলী নগদ ৫ লাখ টাকা কাবিন ও ৭ ভরি স্বর্নালঙ্কার গ্রহন করে আশরাফুলকে বিয়ে করেন। বিয়ের পর তিনি চলে যান আশরাফুলের সঙ্গে তার গ্রামের বাড়ি জগন্নাথপুরে। সেখানে স্বামী-স্ত্রীর মতো তারা বসবাস করেন। বিয়ের কিছু দিনের মাথায় শশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আশরাফুলকে জানিয়ে দেন- ‘তার আর সর্ম্পক নেই। এখানেই শেষ।’ এর মোবাইল বন্ধ করে দেয়।আইফোন জিতে ক্লিক করুন 
এদিকে- কয়েক দিন আগে শিউলী আশরাফুলের মতো জগন্নাথপুরের আশারকান্দির পাইকপাড়া গ্রামের কামরুল ইসলাম নামের আরেক জনকে বিয়ে করেন। বিয়ের পর শিউলী কামরুলের সঙ্গে তার বাড়িতে বসবাস করছিলো। বিষয়টি জানতে পারেন পূর্বে প্রতারনার শিকার হওয়া আশরাফুল। তিনি জগন্নাথপুর থানায় এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলের বাড়ি থেকে শিউলী ও তার সঙ্গে থাকা দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে। আইফোন জিতে ক্লিক করুন 
জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে ভুয়া লন্ডনী কইন্যা শিউলী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয় দেওয়া হয়েছে।আইফোন জিতে ক্লিক করুন 

AD BANNAR