Tuesday, 6 January 2015

বাংলাদেশের সব টিভি চ্যানেলের মালিক কারা কারা জেনে নিন?

ইনডিপেনডেন্ট টিভি :সালমান এফ রহমান
৭১ টিভি : বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ
দেশ টিভি : সাবের হোসেন চৌধরী(MP) কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর
বৈশাখী টিভি :ব্যাবসায়ী গ্রুপ ডেসটিনি কিন্তু চালাচ্ছেন সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল
গাজী টিভি : গাজী গোলাম দস্তগীর(MP)
বাংলাভিশন : চালাচ্ছেন এক কালের বাম যুবনেতা মোস্তফা ফিরোজ
সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা সাদেক হোসেন খোকার
চ্যানেল আই : ফরিদুর রেজা সাগর (সাংকৃতিক কর্মী)
এটি এন বাংলা : মাহফুজুর রহমান চালাচ্ছেন সাংবাদিক জ.ই. মামুন
এটি এন নিউজ : চালাচ্ছেন মুন্নী সাহা
১০মোহনা টিভি : কামাল মজুমদার (MP)
১১সময় টিভি : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাইয়ের টিভি
১২চ্যানেল ২৪ : আওয়ামী লীগ ঘরোনার হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ
১৩এন টিভি : মোসাদ্দেক হোসেন ফালুর
১৪ দিগন্ত টিভি : জামাত নেতা মীর কাশেম আলীর
১৫ ইসলামীক টিভি : খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার
১৬ বিটিভি : মালিক যখন যে আসে সেসরকারী টিভি
১৭চ্যানেল ১ : এখন বন্ধ কিন্তু মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস ও
গিয়াসুদ্দিন মামুন
১৮আর. টিভি : বেঙ্গল গ্রুপের মোরশেদুল ইসলাম (MP)
১৯এস এ টিভি : এস এ পরিবহন/ সালাউদ্দিন আহমদ
২০) চ্যানেল ৯ : বি এন পি ঘরোনার এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের
সৈয়দ আশরাফের ভাবি
২১. একুশে টি ভি : একুশে টেলিভিশনের মূল উদ্যেক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ
একুশে টেলিভিশনের ৭০ ভাগ মালিকানা টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান আব্দুস
সালামের বাকী ৩০ ভাগের মালিকানা আগের ১৩ জন উদ্যোক্তাদের মধ্যে ৬ জনের ৫ ভাগ করে
তারা হচ্ছেন, রউফ চৌধুরি (রেংগস গ্রুপ), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ),
অঞ্জন চৌধুরি (স্কায়ার), আব্দুস সালাম (সারাইটেক্স), লিয়কত হোসেন (এম এ এস
স্কায়ার গ্রুপ),
২২) মাছরাঙ্গা টিভি : স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী
২৩) মাই টি ভি : নাসির উদ্দিন সাথী
২৪) যমুনা টি ভি : যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল
সাকার ছিল একটি চ্যানেল সিএসবি নিউজ নামে
কিন্তু ১/১১ এর সময় বন্ধ হয়েছে
১/১১ না হলে ফালুর আরেকটি চ্যানেল আসত সেটার নাম হতএন টিভি প্লাসমেশিনারিজ ও
নাকি এসে গিয়েছিল
সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টুও অনুমতি পেয়েছিল এস এন টিভি নামে
১/১১ আসায় সেটাও বাতিল হয়
Source -bd24live.com

বিষপ্রয়োগে হত্যা করা হয় সুনন্দাকে

অনলাইন ডেস্ক
বিষপ্রয়োগে হত্যা করা হয় সুনন্দাকে
সুনন্দা পুষ্কর
ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
আজ মঙ্গলবার সুনন্দার মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা রূপান্তর করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
দিল্লির পুলিশপ্রধান ভীমসেন বসি আজ গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে সুনন্দার স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে। তার শরীর থেকে যে বিষ উদ্ধার করা হয়েছে- তা খাবারের সঙ্গে মিশিয়ে কিংবা ইনজেকশন দিয়ে সরাসরি তাকে প্রয়োগ করা হয়।
গত বছরের ১৭ জানুয়ারি নয়াদিল্লির একটি অভিজাত হোটেলের কক্ষ থেকে সুনন্দার মরদেহ উদ্ধার করা হয়। সেই কক্ষটি থেকে উদ্ধার করা হয় বেশ কিছু হতাশানাশক ওষুধও। তখন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
 
সুনন্দার মৃত্যুর ঘটনা নিয়ে সে সময় ভীষণ জলঘোলা হয়। কারণ মৃত্যুর মাত্র দু’দিন আগে টুইটারে তার স্বামী শশী থারুরের সঙ্গে মেহের তারার নামে এক পাকিস্তানি সাংবাদিকের অন্তরঙ্গ বার্তা তিনি ফাঁস করেন।
সুনন্দার মৃত্যুর জন্য তার স্বামী শশীকেই সন্দেহ করা হয় প্রাথমিকভাবে। কিন্তু গোয়েন্দা সংস্থা ও পুলিশের তদন্ত কাজে শুরু থেকেই সহায়তা অব্যাহত রেখেছেন তিনি।
 
তবে সর্বভারতীয় চিকিৎসাবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. সুধীর গুপ্ত গত বছরের জুলাইয়ে অভিযোগ করেন, সুনন্দার ময়নাতদন্ত প্রতিবেদন বদলে দেয়ার জন্য তাকে চাপপ্রয়োগ করা হয়েছিল।
ভারতের জাতীয় কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর সুনন্দার মৃত্যুর সময় দেশীটির কেন্দ্রীয় একজন প্রতিমন্ত্রী ছিলেন। ২০১০ সালে সুনন্দার সঙ্গে বিয়ে হয় তার। এটি ছিল তাদের দু’জনের জন্যই তৃতীয় বিয়ে। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

Wedding Alert: Cameron Diaz Marries Benji Madden

Cameron Diaz Wedding

Cameron Diaz's wedding was a star-studded affair

The pair said their vows at the Annie star's Beverly Hills pad in front of close friends and family last evening

Hollywood beauty Cameron Diaz has married Good Charlotte rocker Benji Madden.

The pair said their vows at the Annie star's Beverly Hills pad in front of close friends and family last evening, reported Us magazine.

The wedding was attended by celebrity guests including Reese Witherspoon, Gwyneth Paltrow, Samantha Ronson and Robin Antin.

Benji's nephew, Joel Madden and Nicole Richie's son, Sparrow served as the ring bearer.

Joining Cameron, 42, as her bridesmaids, were her friends Richie, Drew Barrymore, her sister Chimene and assistant Jesse Lutz.

The event was orchestrated by wedding planners Yifat Oren and Stefanie Cove and featured flowers from The Velvet Garden - all companies used by Cameron's longtime friend and Charlie's Angels co-star Drew Barrymore in her June 2012 wedding to Will Kopelman.

Before saying "I do", the couple celebrated with a rehearsal dinner catered by Lucques at the star's Beverly Hills pad on January 4.

The couple got engaged on December 19 after dating for seven months.

AD BANNAR