২। ৭১ টিভি : বাম সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ।
৩। দেশ টিভি : সাবের হোসেন চৌধরী(MP) কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর।
৪। বৈশাখী টিভি :ব্যাবসায়ী গ্রুপ ডেসটিনি । কিন্তু চালাচ্ছেন সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল।
৫। গাজী টিভি : গাজী গোলাম দস্তগীর(MP)।
৬। বাংলাভিশন : চালাচ্ছেন এক কালের বাম যুবনেতা মোস্তফা ফিরোজ।
সব চাইতে বেশি শেয়ার সাবেক নগর পিতা সাদেক হোসেন খোকার।
৭। চ্যানেল আই : ফরিদুর রেজা সাগর (সাংকৃতিক কর্মী)
৮ । এটি এন বাংলা : মাহফুজুর রহমান । চালাচ্ছেন সাংবাদিক জ.ই. মামুন।
৯। এটি এন নিউজ : চালাচ্ছেন মুন্নী সাহা।
১০। মোহনা টিভি : কামাল মজুমদার (MP)।
১১। সময় টিভি : আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাইয়ের টিভি।
১২। চ্যানেল ২৪ : আওয়ামী লীগ ঘরোনার হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।
১৩। এন টিভি : মোসাদ্দেক হোসেন ফালুর।
১৪ । দিগন্ত টিভি : জামাত নেতা মীর কাশেম আলীর
১৫ । ইসলামীক টিভি : খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার।
১৬ । বিটিভি : মালিক যখন যে আসে সে। সরকারী টিভি।
১৭। চ্যানেল ১ : এখন বন্ধ। কিন্তু মালিক ছিলেন বি.এন.পির নেতা মির্জা আব্বাস ও
গিয়াসুদ্দিন মামুন।
১৮। আর. টিভি : বেঙ্গল গ্রুপের মোরশেদুল ইসলাম (MP)
১৯। এস এ টিভি : এস এ পরিবহন/ সালাউদ্দিন আহমদ
২০) চ্যানেল ৯ : বি এন পি ঘরোনার এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের
সৈয়দ আশরাফের ভাবি।
২১. একুশে টি ভি : একুশে টেলিভিশনের মূল উদ্যেক্তা ছিলেন আবু সাঈদ মাহমুদ।
একুশে টেলিভিশনের ৭০ ভাগ মালিকানা টেলিভিশনটির বর্তমান চেয়ারম্যান আব্দুস
সালামের। বাকী ৩০ ভাগের মালিকানা আগের ১৩ জন উদ্যোক্তাদের মধ্যে ৬ জনের ৫ ভাগ করে।
তারা হচ্ছেন, রউফ চৌধুরি (রেংগস গ্রুপ), এমরান মাহমুদ (মেট্রোওয়েভ),
অঞ্জন চৌধুরি (স্কায়ার), আব্দুস সালাম (সারাইটেক্স), লিয়কত হোসেন (এম এ এস
স্কায়ার গ্রুপ),
২২) মাছরাঙ্গা টিভি : স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী।
২৩) মাই টি ভি : নাসির উদ্দিন সাথী।
২৪) যমুনা টি ভি : যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল।
সাকার ছিল একটি চ্যানেল। সিএসবি নিউজ নামে।
কিন্তু ১/১১ এর সময় বন্ধ হয়েছে।
১/১১ না হলে ফালুর আরেকটি চ্যানেল আসত সেটার নাম হত “এন টিভি প্লাস” মেশিনারিজ ও
নাকি এসে গিয়েছিল।
সালাহুদ্দিন ও নাসির উদ্দিন পিন্টুও অনুমতি পেয়েছিল এস এন টিভি নামে।
১/১১ আসায় সেটাও বাতিল হয়।
Source -bd24live.com