Monday, 29 September 2014

মুশফিকের বিয়ে ও কতিপয় মানুষদের নেতিবাচক মন্তব্য


মুশফিকের বিয়ে ও কতিপয় মানুষদের নেতিবাচক মন্তব্য
দিবাকর বিশ্বাসঃ মুশফিকের বিয়ের ছবি ফেসবুকে আসার পর থেকেই ফেসবুকে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে।বেশ কিছু ষ্ট্যাটাস ও কমেন্ট চোখে পড়ল:
# মুশফিক একটা পিচ্চি আর বিয়ে করছে একটা বুড়ী।
# মুশফিক তার খালার বয়সী মেয়ে কে বিয়ে করছে।
# এই বাচ্চা পোলাডা এই রকম একটা জলহস্তীর মতো মেয়েকে কিভাবে কন্ট্রোল করবে?
# ভালোই হয়েছে মুশফিক একটা অভিভাবক পেলো।বয়স্ক মেয়ে বিয়ে করায় এখন থেকে তার নির্দেশ মতো চলবে।
# এই রকম বিশ্রী চেয়ারার বয়স্ক মেয়েকে মুশফিক বিয়ে করলো কেনো? দেশে কি মেয়ের অভাব ?
# ভয় লাগে এই হাতির মত মেয়েটা যদি পিচ্চি মুশির গায়ের উপর পড়ে তাহলে মুশির হাড্ডি তো ভেঙ্গে যাবে।আহারে বেচারা প্রেম করার আর মানুষ পেলোনা।
উপরের মন্তব্য গুলো আমাদের দেশের মানুষেরেই।বাকিগুলো এতোটাই আপত্তিকর আর দেয়ার সাহস বা রুচী পেলাম না।যে মুশফিক মাঠে আমাদের ১৬ কোটি মানুষের প্রতিনীতিত্ব করে তার প্রাপ্তি কি এই ছিলো?এই তাহলে আমাদের ভালোবাসার প্রতিদান।এবার যুক্তিতে আসুন..
:বিয়ে করছে কে?
-মুশফিক।
: ভরন পোষনের দায়িত্ব নিছে কে?
-মুশফিক
:সংসার করবে কে?
-মুশফিক মন্ডি
: বিয়ে করে মুশফিক কি হ্যাপি?
-হুম হ্যাপি।এজন্য ই তো প্রনয় কে পরিনতি তে রুপ দিলো।
: আমি-আপনি কি তাদের ভরন -পোষনের দায়িত্ব নিয়েছি?
- না
এবার নিজের বিবেক কে প্রশ্ন করুন মুশি-মন্ডি দম্পতি সম্পর্কে খারাপ মন্তব্য করাটা কি ঠিক হয়েছে? অন্যকে সন্মান দিতে পারেন না এটা আপনার ব্যর্থতা বস, তাই বলে অন্যকে অপমান করার অধিকার আপনার নেই।
সংসারটা আপনি করছেন না , মুশি-মন্ডি করছে।মুশফিক দেখে, শুনে , বুঝে বিয়েটা করছে।সে যদি মন্ডি কে নিয়ে সুখে থাকে তাহলে আমার আপনার সমস্যা কি? ব্যাপারটা কি
" মায়ের চেয়েও মাসির দরদ বেশি " টাইপের হয়ে গেলোনা?
খুব তো বাতেলা ঝাড়েন " মানুষের মনটাই আসল , চেয়ারা কিচ্ছু না " তবে মুশির বউ সুন্দর নাকি অসুন্দর, বয়স বেশি এই টাইপের কমেন্ট ঝাড়েন কেনো? তবে কি এতোদিন অভিনয় করেই " মানুষের শারীরিক চেয়ারা নয়, মনটাই আসল " ডায়লগটা ঝাড়তেন? আজ অসতর্কতাবশত মনের কথাটি বেড়িয়ে পড়েছে ? হ্যাঁ এক জন ব্যক্তি হিসেবে মত প্রকাশের অধিকার আপনার আছে।তাই বলে কারো সন্মান হানি হয় এমন মন্তব্য করার অধিকার আপনার নিশ্চয়েই নেই।
গঠনমূলক আলোচনা হতেই পারে ।তাই বলে অশ্লীল ট্রল ?
অনেকে আবার মুশফিকের ফ্যানপেজে গিয়েও আপত্তিকর মন্তব্য করেছে।একবার ভাবুন তো মুশফিক-মন্ডি যখন ফেসবুকে এসব কমেন্ট দেখবে তখন কেমন লাগবে ?
আমরা এক অদ্ভূদ মানুষ।অন্যের প্রশংসা করাটা আমাদের ঠিক স্বভাবে নেই বরং কারো সামান্য একটু খুঁত পেলে কিভাবে তাকে সবাই মিলে টেনে হিচড়ে নিচে নামানো যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকি।এজন্য ই আমাদের দেশে ভালো কিছু খুব কম হয়।এজন্য ই বোধ হয় গভীর দু:খবোধ থেকে সাহিত্যিক হুমায়ূন আজাদ বলে ছিলেন ..
"এক জন বাঙ্গালি একাই একশো হতে পারে, কিন্তু একশো বাঙ্গালি এক হতে পারেনা "।

সানি লিওনের মত সবাইকে অবাক করলেন হংসিকা (ভিডিও)

সানি লিওনের মত সবাইকে অবাক করলেন হংসিকা (ভিডিও)
ভালো মেয়ে হয়ে বলিউডে টিকে থাকা যাবে না সেটা ভালো করেই বুঝে নিয়েছেন এক সময়ের শিশুশিল্পী হংসিকা মোটওয়ানি। ‘কোই মিল গয়া’ ছবিতে অভিনয় করা সেই ছোট্ট হনসিকা আজ বেশ বড় হয়েছে। নিজের ভালোটাও বুঝতে শিখেছে সে।বড় হয়ে হংসিকা ‘আপ কা সুরুর’ ছবিতে নায়িকাও হন। কিন্তু ভালো থেকে আর বলিউডের বাজার ধরতে পারলেন না তিনি। আপকা সুরুর ছবির পর আর সেভাবে বলিউডের ছবিতে কাজের সুযোগও পাননি। আর তাই দক্ষিণের ছবিতে অভিনয় শুরু করেন হংসিকা।
তবে যে বলিউড তাকে পরিচিতি দিয়েছে তাকে ছেড়ে ভালো নেই তিনি। তাই বলিউডে ভালোভাবেই জায়গা করে নিতে চান হংসিকা। জাগয়া করতে হলে ভালো মেয়ের ইমেজ নিয়ে আর থাকা যাবে না। সেই কারণেই সেক্সি ইমেজে পরিচালক-প্রযোজকের নজর কাড়তে ব্যস্ত হংসিকা। সম্প্রতি সানি লিওনেরই বেবিডল গানের তালে পা মিলিয়ে সবাইকে অবাক করেছেন এই সুন্দরী অভিনেত্রী।

পাঁচ বলিউড সুন্দরীর হলিউড যাত্রা


২০১৪ সেপ্টেম্বর ২৮ ২৩:৫৮:৫১
পাঁচ বলিউড সুন্দরীর হলিউড যাত্রা
বলিউডের প্রথম সারির নায়িকারা অনেকেই হাত পাকানোর চেষ্টা করেছেন হলিউডে। বলিউডের একচেটিয়া রাজত্বের পর ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া, মল্লিকা শেরাওয়াতসহ পাঁচজন বলিউডি তারকার মুখ দেখা গেছে বিভিন্ন হলিউড মুভিতে। এবার তাহলে দেখে নেওয়া যাক কোন পাঁচজন বলিউড অভিনেত্রী হলিউড ছবিতে কাজ করেছেন।
প্রথমে আসা যাক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের কথায়। যাঁর নীল চোখের জাদুতে মজেছিল ছোটা বচ্চন, আর বলিউডি ছবিতে অ্যাশের ফ্যান সংখ্যার কথা না হয় ছেড়েই দিলাম। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ‘পিঙ্ক পান্থার টু’ এবং ‘দ্য লাস্ট লেজিয়ন’-এই দুটি হলিউড মুভিতে অভিনয় করেন।

এক সময় বলিউড ছবির জনপ্রিয় নায়িকার তালিকায় ছিল তব্বুর নাম। সম্প্রতি ‘কিক’ ও ‘হায়দার’ ছবিতে কাজ করেছেন। বলিউডের এই তারকার হলিউড ছবিতেও যথেষ্ট সুনাম রয়েছে। ইরফানের খানের সঙ্গে ‘দ্য নেমসেক’ নামক প্রথম হলিউড মুভিতে কাজ করেন। এরপর বিদেশী পরিচালক অ্যাং লি-র ‘লাইফ অফ পাই’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসীত হয়।

এবার চোখ রাখা যাক অনস্ক্রিন ‘মেরি কম’ প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড কেরিয়ারে। আমেরিকান মিউজিক ভিডিও ‘এক্সজটিক’, ‘ ইন মাই সিটি’-তে পিগি চপসের জনপ্রিয়তা চড়চড়িয়ে বেড়ে গিয়েছিল। বলিউডের আজকের হিট নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া প্রথম পশ্চিমী অ্যানিমেটেড ছবিতে কাজের মধ্যে দিয়ে ফিল্মি কেরিয়ারের সুত্রপাত করেন। থ্রি ডি অ্যানিমেটেড ডিজনি ফিল্মের একটি চরিত্র ‘ইশানি’-তে কন্ঠ মিলিয়ে ছিলেন তিনি। এটিকে নিঃসন্দেহে কিউট হলিউড ডেবিউ বলা যেতেই পারে।

জ্যাকলিন ফার্নানডেজ। এখন বলিউডে তাঁর জনপ্রিয়তাও কিছু কম নয়। অল্প কিছু দিনের মধ্যেই বি-টাউনে নিজের জায়গা পাকা করে ফেলেছেন এই শ্রীলঙ্কান বিউটি। হলিউড থ্রিলার ‘ডেফিনেশন অব ফিয়ার’ জ্যাকির কেরিয়ারে প্রথম হলি ডেবিউ। বি-টাউনের অন্য তারকাদের মতো জ্যাকির হলিউড মুভির সাফল্যের প্রতি আস্থা রাখছেন।

বলিউডের ‘সেক্স সিম্বল’ মল্লিকা শেরওয়াত ও রয়েছেন এই পাঁচের তালিকায়। বলিউড ও হলিউড দুটিতেই মুক্তি পেয়েছিল মল্লিকা অভিনীত ‘হিস’। বলিউডের বাইরে চাইনিস মুভি ‘দ্য মিথ’, ও ‘পলিটিক্স অফ লভ’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

এই পাঁচ তারকা বলিউড ছাড়িয়ে হলিউডে ভাগ্য পরীক্ষা করলেও সমলোচকদের মতে কারোরই হলিউডি কেরিয়ার খুব একটা আশানরুপ হয়নি। - সূত্র : কলকাতা ২৪

AD BANNAR